প্রায় ১০-১১ দিনের ঠাসা কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আর তার মাঝেই তাঁর একটি সভার জন্য একটি বিশেষ অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। তাদের অভিযোগ, রাজ্যের প্রসাশন নাকি মোহন ভাগবতের সভা ঠিকঠাকভাবে আয়োজনের অনুমতি দিচ্ছে না!
আগামী রবিবার বর্ধমানের সাঁই কমপ্লেক্সে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে আরএসএস। এদিকে, রাজ্যে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে। যা শুরু হয়েছে গত ১০ ফেব্রুয়ারি থেকে এবং চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।
এই প্রেক্ষাপটে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আরএসএস-এর ওই অনুষ্ঠানে মাইক বা লাউড স্পিকার বাজানোর অনুমতি দেওয়া যাবে না। উপরন্তু, ওই এলাকায় একটি স্কুলও আছে। তাই, অনুষ্ঠানে মাইক বা লাউড স্পিকার ব্যবহার করার অনুমতি দেওয়া সম্ভব নয়।
কিন্তু, আরএসএস সেসব শুনতে নারাজ। তাদের যুক্তি, তাদের অনুষ্ঠান হবে রবিবার। ওই দিন তো আর পরীক্ষা নেই। তাহলে কেন লাউড স্পিকার বাজানো যাবে না? তারা লাউড স্পিকার বাজিয়েই অনুষ্ঠান করবে!
যদিও ঘটনা হল, আগামী সোমবার - অর্থাৎ - ১৭ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু টানা মাধ্যমিক রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি রবিবার বলে আগামী ১৬ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার্থীরা বাড়িতেও পড়াশোনা করবে না? কানের কাছে যদি মাইক বা লাউড স্পিকার বাজে, তাতে কি তাদের অসুবিধা হবে না?
যদিও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আরএসএস এসব যুক্তি-তর্কের মধ্য়ে না গিয়ে সটান কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। যাতে তারা রবিবারের অনুষ্ঠানে মাইক বা লাউড স্পিকার বাজাতে পারে, সেই অনুমতি আদায় করতে! খুব সম্ভবত আগামিকাল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হতে পারে।
প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এবং দিল্লি বিধানসভা নির্বাচনে আপ-কে ধরাশায়ী করে দীর্ঘ সময় পর বিজেপির ক্ষমতায় ফেরার প্রেক্ষাপটে সংঘ প্রধানের এই বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
তাদের একাংশের ব্যাখ্য়া, বাংলায় বিজেপির শিকর মজবুত করতেই প্রায় ১০-১১ দিনের সফরে এবার বাংলায় এসেছেন মোহন ভাগবত। এর ডিভিডেন্ট আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি তুলতে পারে কিনা, তার উত্তর অবশ্য সময় দেবে।
উল্লেখ্য, সম্প্রতি যে আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে রাজ্যজুড়ে বিপ্লবের বাতাবরণ তৈরি হয়েছিল, কলকাতায় আসার পর সেই ঘটনায় নিহত তরুণী চিকিৎক পড়ুয়ার বাবা-মায়ের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ভাগবত।