অভিনবই বটে! আর্থ মুভারে চেপে বিয়ে করতে এলেন বর। ভ্যালেন্টাইন ডে-র আগের দিন প্রেমিকা পায়েল সাধুখাঁর সঙ্গে গাটছড়া বাঁধলেন হুগলির ইউটিউবার কুন্তল সাহা। অভিনব কায়দায় বিয়ে করতে আসার কারণে নবদম্পতি এখন আলোচনার কেন্দ্রে।
জানা গিয়েছে, হুগলির খাদিনা মোড়ের বাসিন্দা কুন্তল একজন ইউটিউবার। তাঁর দীর্ঘ দিনের প্রেমিকা বুনো কালীতলার পায়েল সাধুখাঁ। ভ্যালেন্টাইন ডে-র আগের দিন বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। তবে ঘোড়ার গাড়ি বা পালকিতে নয়, এ দিন নিতবরকে সঙ্গে নিয়ে ফুল দিয়ে সাজানো আর্থ মুভারের সামনে বসে বিয়ে করতে আসেন কুন্তল। সঙ্গে ছিল ব্যান্ড পার্টি এবং বরযাত্রী।
পক্ষীরাজ ঘোড়ায় চেপে স্বপ্নের রাজকুমার আসার স্বপ্ন অনেকেই দেখেন। কিন্তু আর্থ মুভারে চেপে বর আসার কথা বোধহয় কেউ স্বপ্নেও ভাবতে পারবেন না কোনও দিন। বরের এমন অভিনব কায়দা দেখে রাস্তার দু’পাশের পথ চলতি মানুষ থমকে দাঁড়িয়েও পড়েন। অনেকে আবার হাসাহাসিও করেন। তাতে অবশ্য বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিল না নতুন বরের।
কুন্তল বলেন, ‘মানুষের হাতের পাঁচটা আঙুল সমান হয়না। আমার পরিবার, বন্ধু-বান্ধব আনন্দ পাচ্ছে। রাস্তায় যাঁরা দেখছেন তাঁরাও আনন্দ পাচ্ছেন এটাই অনেক। কে কি ভাবল, কে ট্রোল করল আমি তাতে কিছু মনে করছি না।’ তাঁর মতে, বিয়ে মানুষ একবারই করেন। তাই সেটাকে মনে রাখার মতো করতে আগে থেকে পরিকল্পনা করতে হবে।
এলাকার প্রৌঢ় বিনয় মান্না বলেন, ‘শুনলাম এক ইউটিউবারের আর্থ মুভারে বিয়ে করতে যাচ্ছে। শহরে আগে কোনও দিন এমন দেখিনি। একটা অভিনব ব্যাপার। আশা করি নবদম্পতির আগামী দিন ভালোই কাটবে।’