নিজস্ব প্রতিনিধি, তমলুক: ডেলিগেট নির্বাচনে তৃণমূল-বিজেপির আসন রফা নিয়ে চর্চার কেন্দ্রে ছিল নন্দীগ্রাম-১ ব্লকের দীনবন্ধুপুর সমবায় সমিতি। যুযুধান দুই দলের আসন ভাগাভাগির কারণে ভোট প্রয়োজন হয়নি। বৃহস্পতিবার ওই সমবায় সমিতিতে ডিরেক্টর নির্বাচন হল। সেখানে ১২জন ডিরেক্টরের মধ্যে তৃণমূলের ১১জন এবং বিজেপির একজন জয়ী হন। এর আগে ডেলিগেট নির্বাচনে তৃণমূল ৩২টি ও বিজেপি ১৮টি আসনে সমঝোতা করে ভোটাভুটি এড়িয়েছিল। এদিন ১১জন ডিরেক্টর নির্বাচনের পর তৃণমূল নেতৃত্ব সবুজ আবির মেখে আনন্দে মেতে ওঠেন।