• গোডাউনে পরিণত হয়েছে যাত্রী প্রতীক্ষালয়, রঘুনাথপুরে ক্ষোভ
    বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, রঘুনাথপুর: বাম আমলে রঘুনাথপুর-২ ব্লকের বান্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে যাত্রীদের সুবিধার জন্য প্রতীক্ষালয় তৈরি করা হয়েছিল। বর্তমানে যাত্রী প্রতীক্ষালয়টি অপব্যবহার করা হচ্ছে। প্রতীক্ষালয়জুড়ে প্রচুর খালি মদ ও জলের বোতলের গোডাউন করা হয়েছে। ফলে প্রতীক্ষালয়টি একশ্রেণির ব্যবসায়ীদের হাতে চলে গিয়েছে। তাই এখন যাত্রীরা বাধ্য হয়ে কারও দোকানের শেডের সামনে অথবা গাছতলায় বাস-অটোর জন্য দাঁড়িয়ে থাকেন। যাত্রী প্রতীক্ষালয় না থাকায় গ্রীষ্ম ও বর্ষার সময় সমস্যায় পড়তে হয়। অভিযোগ, প্রশাসন বিষয়টি দেখলেও কোনও পদক্ষেপ নেয়নি। ফলে এলাকাবাসী ঝামেলা এড়াতে নিশ্চুপ রয়েছে।


    বান্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ইন্ডোর ও আউটডোর পরিষেবা পাওয়া যায়। তাই প্রতিদিন বহু মানুষ হাসপাতালে আসেন। চিকিৎসার জন্য আসা ব্লক এলাকার বাসিন্দারা হাসপাতালের সামনে থেকেই বাড়ি যাওয়ার জন্য বাস, অটো, টোটো ধরেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বাম আমলে হাসপাতালে চিকিৎসার জন্য আসা মানুষদের সুবিধার্থে যাত্রী প্রতীক্ষালয়টি গড়ে তোলা হয়। ২০০১-’২০০২সালে বিধায়ক তহবিল থেকে প্রতীক্ষালয়টি গড়ে তোলা হয়। সেই প্রতীক্ষালয়টি ধীরে, ধীরে ব্যবসায়ীদের হাতে চলে যায়।


    এলাকার বাসিন্দারা জানান, কয়েক বছর আগে যাত্রী প্রতীক্ষালয়ের সামনে একজন অসহায় বৃদ্ধ কাপড় ব্যবসা করতেন। তিনি যাত্রী প্রতীক্ষালয়টি অপরিচ্ছন্ন রাখতেন। এলাকার কিছু মানুষ প্রতীক্ষালয়ের সামনে ওই বৃদ্ধকে ব্যবসা করতে বারণ করেন। ফলে তিনি সরে যান। বর্তমানে সেই প্রতীক্ষালয়কে প্লাস্টিকের বোতল জড়ো করে রাখার গোডাউন করে তোলা হয়েছে। প্রতীক্ষালয়ের সামনে ঝোপ-জঙ্গল হয়ে গিয়েছে। যাত্রীরা কেউ কিছু বলতে গেলেই ঝামেলা হয়। তাই বর্তমানে কেউ আর বিষয়টি নিয়ে মুখ খোলেন না। হাসপাতালে চিকিৎসার জন্য আসা রমেশ বাউরি, দীপালি সরেন বলেন, হাসপাতালের গেটের সামনে দাড়িয়ে সকলে বাস ধরেন। প্রতীক্ষালয়টি ব্যবহারের অযোগ্য।


    প্রতীক্ষালয়কে কারা গোডাউন বানিয়েছে সেব্যাপারে এলাকার কেউ কিছু বলতে চাননি। রঘুনাথপুর-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গৌরাঙ্গ বাউরি বলেন, যাত্রী প্রতীক্ষালয়ে গোডাউনের বিষয়টি জানা নেই। ওই যাত্রী প্রতীক্ষালয়টি যাতে ব্যবহারযোগ্য করে তোলা যায় তার জন্য পঞ্চায়েত অথবা পঞ্চায়েত সমিতি থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে।
  • Link to this news (বর্তমান)