নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সিউড়িতে ভালোবাসা দিবসে ‘ডাচ’ প্রজাতিকে পিছনে ফেলে হিট লোকাল গোলাপ। ভালোবাসা সপ্তাহের শুরু থেকেই লোকাল গোলাপের কদর ক্রমশ বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে দামও। খোলা বাজারে একেকটি লোকাল গোলাপ ২০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও সারা বছর এই গোলাপের দর ১০ টাকার নীচেই থাকে। স্বাভাবিকভাবেই লাভের অঙ্ক বাড়ায় ব্যবসায়ীরা যথেষ্ট উচ্ছ্বসিত। তাঁদের কথায়, এমন ভালোবাসা দিবস বারবার ফিকে আসুক। ব্যবসায়ীদের নীরব প্রার্থনা, ভালো থাকুক প্রেমিক যুগল। পূর্ণতা পাক তাঁদের ভালোবাসা।
আজ, ১৪ ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসা দিবস। এই দিনটির মাহাত্ম্য প্রেমিক যুগলের অনেকেই না জানলেও ভালোবাসা দিবস উদযাপনে কোনও ভাটা পড়ে না। তবে, শুধু এই একটি দিন নয়, প্রেমিক যুগলরা সপ্তাহজুড়ে নানা দিবস উদযাপন করে চলে। রোজ ডে দিয়ে ভালোবাসা দিবস উদযাপন শুরু হয়। এরপর একে একে প্রোপোজ ডে, চকলেট ডে, টেডি ডে সহ আরও কত কী। যার সমাপ্তি ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের মাধ্যমে হয়। বিশেষ এই সপ্তাহ উদযাপনে প্রেমিক যুগল বছরভর চাতক পাখির ন্যায় অপেক্ষায় থাকে। বিশেষ এই সপ্তাহ প্রেমিক যুগল নিজেদের মতোন করে উদযাপন করে। কেউ আবার মনের মানুষের হাতে হাত রেখে নতুন পথ চলার শপথ নেয়। সবক্ষেত্রেই অবশ্য ‘গোলাপ’ বাধ্যতামূলক। গোলাপ ছাড়া এই সপ্তাহ পালনের কথা প্রেমিক-প্রেমিকারা স্বপ্নেও কল্পনাও করতে পারে না। স্বাভাবিকভাবেই এই মরশুমে গোলাপের চাহিদা থাকে তুঙ্গে। সুযোগ বুঝে ব্যবসায়ীরাও মুনাফা লাভের অঙ্ক কষতে থাকেন। প্রতি বছরই নির্দিষ্ট সময়ে একলাফে বেড়ে যায় গোলাপের দর। এবছরও সেই প্রথা বজায় রয়েছে।
সিউড়ি শহরের বড় পোস্ট অফিস মোড় এলাকায় একাধিক ফুলের দোকান রয়েছে। ভালোবাসার সপ্তাহে প্রতিটি দোকানই রং-বেরঙের গোলাপে সেজে উঠেছে। দোকানগুলিতে ডাচ প্রজাতির লাল, হলুদ, গোলাপি, সাদা সহ নানা রঙের গোলাপের সম্ভার রয়েছে। সেইসঙ্গে কৃষ্ণনগর ও কলকাতা থেকে আসা লোকাল গোলাপও রয়েছে। মূলত ডাচের তুলনায় দাম কম হওয়ায় লোকাল গোলাপের কদরই বেশি রয়েছে। তবে, ডাচ গোলাপের চাহিদাও খুব একটা কম নয়। ভালোবাসার সপ্তাহের শুরু থেকেই গোলাপের বিক্রি বেড়েছে। রোজ ডে-তে প্রতিটি দোকান থেকে গড়ে ৩০০-৪০০টি করে গোলাপ বিক্রি হয়েছে। সপ্তাহের অন্যান্য দিনেও বিক্রি খুব একটা খারাপ ছিল না। ব্যবসায়ীদের আশা ভালোবাসা দিবসে বিক্রি আরও বাড়বে।
ফুল বিক্রেতা সমীর ধীবর বলেন, গোলাপের চাহিদা যথেষ্ট রয়েছে। লোকাল গোলাপ বেশি বিক্রি হচ্ছে। সারা বছর এই গোলাপ ৭-৮টাকায় বিক্রি হলেও এখন দাম একটু বেড়েছে। সেইসঙ্গে ডাচ গোলাপের দামও খানিকটা বেড়েছে।
গোলাপ কিনতে আসা এক যুবক বলেন, ভালোবাসার মানুষটিকে গোলাপ দেব। চকোলেট, টেডিও দিতে হয়েছে। লোকাল গোলাপই কিনে নিয়ে যাচ্ছি।