• বিদেশি শুয়োরের বাচ্চা চুরির অভিযোগে ফার্ম মালিক ধৃত
    বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুরের চৌবেটা থেকে ৩৫টি অস্ট্রেলিয়ান শুয়োর চুরির অভিযোগে কলকাতার ভবানীপুরের একজন ফার্ম মালিককে পুলিস জয়পুর থেকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সম্রাট কুণ্ডু। তার বাড়ি কলকাতায় হলেও গত কয়েকবছর ধরে জয়পুরের সুজয়গড় গ্রামে শুয়োরের ফার্ম চালাচ্ছিল। বুধবার রাতে সেখান থেকেই পুলিস তাকে গ্রেপ্তার করে। 


    পুলিস জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে চৌবেটার এক ব্যক্তির ফার্ম থেকে ৩৫টি বাচ্চা শুয়োর চুরির অভিযোগ রয়েছে। সেই সঙ্গে সুজয়গড় থেকে ২০টি শুয়োর উদ্ধার করা হয়। গ্রামের বসতি এলাকায় দীর্ঘদিন ধরে শুয়োরের ফার্ম থাকায় দুর্গন্ধে টিকতে পারছিলেন না এলাকাবাসী। তা নিয়ে স্থানীয়দের ক্ষোভ ছিলই। পুলিস শুয়োর চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করায় ওই গ্রামে থাকা ফার্ম বন্ধের দাবিতে সরব হন বাসিন্দারা।  


    চৌবেটার বাসিন্দা সমীর কুণ্ডু বলেন, আমি ২০১৮ সাল থেকে গ্রামের বাইরে জঙ্গল লাগোয়া জায়গায় অস্ট্রেলিয়ান শুয়োর পালন করছি। ওই শুয়োর কলকাতা, আসানসোল প্রভৃতি জায়গায় বিক্রি করা হয়।  গত ১৯ জানুয়ারি রাতে ফার্মে তালা দিয়ে বাড়ি চলে এসেছিলাম। পরের দিন সকালে গিয়ে দেখি তালা ভেঙে ৩৫টি বিভিন্ন বয়েসের বাচ্চা শুয়োর চুরি হয়ে গিয়েছে। এরপরেই পুলিসের কাছে অভিযোগ জানাই। পাশাপাশি আমি নিজেও  চারদিকে খোঁজ খবর নেওয়া শুরু করি। যেহেতু এলাকায় খুব বেশি শুয়োরের ফার্ম নেই। তাই সুজয়গড়ে সম্রাট কুণ্ডুর ফার্মে যাই। সেখানে গিয়ে চুরি যাওয়া শুয়োর গুলো চিনতে পারি। ওই ফার্মে কোনও মাদি শুয়োর নেই। হঠাৎ করে এতগুলো বাচ্চা কোথা থেকে এল?  বিষয়টি বিষ্ণুপুর থানায় জানাই। 


    এরপর পুলিস তদন্তে নেমে বুধবার রাতে জয়পুরের সুজয়গড়ে সম্রাট কুণ্ডুর ফার্মে হানা দেয়। ফার্মে  ছড়িয়ে ছিটিয়ে একাধিক মরা শুয়োর পড়ে রয়েছে। সেখান থেকেই বেঁচে থাকা ২০টি শুয়োর উদ্ধার করা হয়। সেইসঙ্গে সম্রাটকে গ্রেপ্তার করা হয়।         


    স্থানীয় বাসিন্দারা বলেন, বিদেশি শুয়োরের ফার্ম এলাকায় নতুন হওয়ায় তা নিয়ে বাসিন্দাদের তেমন অভিজ্ঞতা ছিল না। কিন্তু কিছুদিন চলার পর থেকে ফার্ম থেকে এত দুর্গন্ধ ছড়াতে শুরু করে যে, পাশের রাস্তা দিয়ে যাওয়া মুশকিল হচ্ছে। দুর্গন্ধে বাসিন্দাদের টেকা দায় হয়ে পড়েছে। পুলিস আসায় ফার্মে গিয়ে দেখা যায় একাধিক শুয়োর মরে পড়ে রয়েছে। তা থেকেই প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই ওই ফার্ম অবিলম্বে বন্ধ করার জন্য আমরা পুলিসের কাছে আর্জি জানিয়েছি।
  • Link to this news (বর্তমান)