বাজেটে টাকা বরাদ্দ হতেই তৎপরতা শুরু, একের পর এক বৈঠক প্রশাসনের
বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, ঘাটাল: বাজেটে অর্থ বরাদ্দ হওয়ার পরদিন থেকেই ঘাটাল মাস্টার প্ল্যানের প্রশাসনিক পর্যায়ের সাব-কমিটির মিটিং শুরু হয়ে গেল। বৃহস্পতিবার মিলন মঞ্চে দাসপুর-১ পঞ্চায়েত সমিতির ও ঘাটাল মহকুমা শাসকের প্রগতি সভাকক্ষে পৃথকভাবে দু’টি মনিটরিং মিটিং হয়। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, দাসপুর-১ ও দাসপুর-২ ব্লককে নিয়ে এবং ঘাটাল ব্লক, চন্দ্রকোণা-১ ব্লক এবং ঘাটাল পুরসভাকে নিয়ে বৈঠক হয়েছে। মিটিংয়ে মহকুমা শাসক ছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার সেচ ও জলপথ দপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার উত্তম হাজরা, সেচ দপ্তরের ঘাটাল মহকুমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, পুরসভার প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়াররা জানান, ঘাটাল মাস্টার প্ল্যানের প্রাথমিক পর্যায়ে ছ’টি কাজের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেগুলি হল রূপনারায়ণ নদের বাঁধে স্লুইস গেট তৈরি, ঘাটাল শহরে দু’টি পাম্পিং স্টেশন বসানো, শিলাবতী ও ওল্ড কাঁসাই ড্রেজিং, দাসপুর-১ ব্লকের গুড়লি এলাকার শিলাবতী থেকে বৈকুণ্ঠপুরের চন্দ্রেশ্বর খাল পর্যন্ত একটি নতুন খাল খনন, দাসপুর-মেদিনীপুর রাস্তার উপর সুরৎপুরে ও ঘাটাল-মেচোগ্রাম রাস্তার বৈকুণ্ঠপুরে একটি করে ব্রিজ তৈরি এবং চন্দ্রেশ্বর খালের পাড়গুলি সংস্কার করা। দাসপুর-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ওই ব্লক সভাপতি সুনীল ভৌমিক বলেন, প্রত্যেকটি কাজই দ্রুততার সঙ্গে শুরু হবে। ইতিমধ্যে একটি স্লুইস গেট তৈরির টেন্ডারও হয়ে গিয়েছে। ঘাটাল মহকুমার বাসিন্দাদের মাস্টার প্ল্যান নিয়ে ভীষণ উৎসাহ রয়েছে। প্রত্যেক স্তরের মানুষ এনিয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। সুনীলবাবু জানান, আজ শুক্রবার কেশপুর এবং ডেবরায় পৃথক দু’টি জায়গায় ঘাটাল মাস্টার প্ল্যানের সাব কমিটির মিটিং হওয়ার কথা রয়েছে।
রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে প্রথম দফার কাজে ৫০০ কোটি টাকা বরাদ্দ করার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছে। বাজেটের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কমিটি ঘাটাল শহরজুড়ে পোস্টারিংও করেছে। তারা আজ শুক্রবার একটি অভিনন্দন মিছিল করার পরিকল্পনা নিয়েছে।
তবে বিজেপি মাস্টার প্ল্যানের বিরোধিতা করতে ছাড়েনি। এদিন সকাল থেকেই ঘাটালে বিজেপি কর্মীরা মাস্টার প্ল্যানে টাকা বরাদ্দের সমালোচনা করে শহরে পোস্টারিং কর। বিজেপি নেতা সায়ন সেনগুপ্ত বলেন, এত অল্প পরিমাণ টাকায় কাজের কাজ কিছুই হবে না। বেশিরভাগ টাকাই শাসক দলের নেতাদের পকেটে ঢুকবে।