• বেলডাঙার বেসরকারি স্কুলে পড়ুয়াদের তাণ্ডব
    বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বেলডাঙার বেগুনবাড়ি এলাকায় একটি বেসরকারি স্কুলে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে পড়ুয়াদের বিরুদ্ধে। আবাসিক বিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে পড়ুয়াদের। ঘরে পর্যাপ্ত আলো নেই, গরমকালে ফ্যান ঘোরে না, এমনকী তাদের মানসিকভাবে হেনস্তা করা নিয়ে পড়ুয়াদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছিল। এসবের প্রতিবাদে বৃহস্পতিবার ভোর রাত থেকে বিদ্যালয়ের হস্টেলে ভাঙচুর চলে। ঘরের লাইট, ফ্যান এবং আসবাবপত্রে বেপরোয়াভাবে ভাঙচুর করা হয়। তাণ্ডবের সময় পড়ুয়াদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা ঘর থেকে বেরিয়ে এসে বিদ্যালয়ের গেটের সামনে ভিড় জমান। ভিতরে কী ঘটছে, তা বুঝে উঠতে সময় লাগে কিছুক্ষণ। ততক্ষণে খবর পেয়ে যায় বেলডাঙা থানার পুলিস। পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়। যদিও এব্যাপারে মুখ খোলেনি বিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং পড়ুয়াদের অভিভাবকরা। এনিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার ফোন করা হলেও তারা উত্তর দেয়নি। মেসেজ করা হলেও কোনও রিপ্লাই মেলেনি।


    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অস্বাস্থ্যকর পরিবেশে রেখে পড়ুয়াদের এখানে পড়ানো হয়। তবে সেই জন্য ভোররাতে পড়ুয়ারা যেভাবে ভাঙচুর চালিয়েছে, সেটা কিছুতেই মানা যায় না।  পুলিস জানিয়েছে, ওই বিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে আমরা সেখানে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে যেহেতু বিদ্যালয়ের আভ্যন্তরীণ বিষয়, তাই কোনও অভিযোগ জমা পড়েনি। বিদ্যালয় কর্তৃপক্ষ ও পড়ুয়াদের অভিভাবকরা বসে বিষয়টি মিটিয়ে নিয়েছে।
  • Link to this news (বর্তমান)