• চুরির প্রতিবাদ, লাভপুরে বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি
    বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বোলপুর: চুরির প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি ও মারধর করার অভিযোগ উঠল স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে। এমনকী, গর্ভবতী মহিলাও রেহাই পাননি তাদের রোষ থেকে। ‌ঘটনাটি ঘটেছে লাভপুর থানার বাবুপাড়ায়। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিস। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, লাভপুর থানার বাবুপাড়ায় বসবাস করেন রামদুলাল মুখোপাধ্যায়। তিনি পেশায় টোটো চালক। কয়েক বছর আগে তাঁর বউমা প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়ের বেশ কয়েক ভরি সোনার গয়না চুরি যায় বাড়ি থেকে। কয়েক মাস পর ফের বাড়ির কালী প্রতিমার সোনার গয়না চুরি হয়। তার প্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করে সন্দেহভাজন অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য পুলিসকে জানান। এই ঘটনায় প্রতিবেশী কয়েকজনকে গ্রেপ্তারও করে পুলিস। কিন্তু প্রমাণের অভাবে তারা ছাড়া পেয়ে যান। ‌কিন্তু অভিযোগ, তারপর থেকেই মুখোপাধ্যায় পরিবারের ওপর অভিযুক্তরা নানা রকম অত্যাচার শুরু করে। রামদুলালবাবু বলেন, ‘বুধবার রাতে আমার বাড়িতে ইট পাথর ছোঁড়া শুরু করে দুষ্কৃতীরা। এরপর বৃহস্পতিবার আমার স্ত্রী, মেয়ে ও বউমার ওপর ওই চার অভিযুক্ত চড়াও হয়। সেই সময়ে বাড়িতে কোনও পুরুষ মানুষ ছিল না। তাই সেই সুযোগে মেয়ে ও বউমার জামাকাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করে অভিযুক্তরা। এমনকী, গর্ভবতী বউমাকে চুলের মুঠি ধরে ব্যাপক মারধর করে। লাভপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়ে আমরা পুলিসের শরণাপন্ন হই। আমরা চাই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক সাজা দিক পুলিস। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে লাভপুর থানা।
  • Link to this news (বর্তমান)