• বরাবাজারে মারধরে গ্রেপ্তার ১
    বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, মানবাজার: রাতে গ্রামে ছৌনাচ উপলক্ষ্যে বসেছিল মেলা। সেখানে মদ খেয়ে গালিগালাজ থেকে শুরু হয় বচসা। সেই সময় লোহার রড দিয়ে এক ব্যক্তিকে মারধর করা হয়। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে বরাবাজার থানার পুলিস। ধৃতের নাম নন্দলাল মাহাত। তার বাড়ি বরাবাজারের পাঞ্জনবেড়া গ্রামে। বুধবার ওই গ্রামের যুধিষ্ঠির সহিসের অভিযোগের ভিত্তিতে পুলিস তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। যুধিষ্ঠির তাঁর অভিযোগে জানিয়েছেন, মঙ্গলবার রাতে তাঁদের গ্রামে মেলা চলছিল। রাত ১১টা নাগাদ মেলায় কয়েকজনের ঝামেলা হয়। তখনই নন্দলাল সহ তিনজন লোহার রড ও লাঠি দিয়ে একজনকে মারধর করে। বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয়। 
  • Link to this news (বর্তমান)