• স্ত্রীকে কুপিয়ে খুনের দায়ে যাবজ্জীবন সাজা স্বামীর
    বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল পুরুলিয়া জেলা আদালত। বলরামপুরের কদমডির বাসিন্দা মণীন্দ্র সিং সর্দারকে বিচারক বুধবার দোষী সাব্যস্ত করেন। পুরুলিয়ার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক সৌমেন সরকার বৃহস্পতিবার তাকে সাজা দেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছ’মাস জেল হবে।  মামলার সরকারি আইনজীবী সুবোধকুমার চট্টোপাধ্যায় বলেন, ২০২০ সালের ২০ এপ্রিল মণীন্দ্র তার স্ত্রী জানকীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে। ওই ব্যক্তির মেয়ে অ-আদিবাসী যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। ভিন সম্প্রদায়ের যুবককে বিয়ের ব্যাপারটা একদমই মেনে নিতে পারেনি মণীন্দ্র। তার যাবতীয় সন্দেহ গিয়ে পড়ে স্ত্রীর উপর। স্ত্রীর প্ররোচনাতেই মেয়ে ভিন সম্প্রদায়ের যুবককে বিয়ে করেছে বলে সে সন্দেহ করতে থাকে। স্ত্রীকে মারধর করত। এরপর স্ত্রীকে সে খুন করে। ওই ব্যক্তি আদালতে নিজের অপরাধ স্বীকার করেছে।
  • Link to this news (বর্তমান)