সংবাদদাতা, ধূপগুড়ি: বড়কালী মায়ের বাৎসরিক পুজো উপলক্ষ্যে বৃহস্পতিবার উপচে পড়ল ভিড়। এক হাজারের উপর পাঁঠা এবং চার হাজারের কাছাকাছি পায়রা উৎসর্গ করা হয়। ভোর রাত থেকে বড়কালী মায়ের পুজো শুরু হয়। এই উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি নেপাল, ভুটান থেকেও পুণ্যার্থীরা ভিড় জমান।
পুজো আয়োজকদের দাবি, এখানে ভক্তিভরে মায়ের কাছে কিছু চাইলে মনোবাঞ্ছা পূর্ণ হবেই। তাই সকলে এখানকার কালীমাতাকে খুব জাগ্রত বলে মনে করেন। একসময় টিনের মন্দিরে পুজো হলেও বর্তমানে মন্দির কমিটির উদ্যোগে পাকা মন্দির করা হয়েছে। পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, পাঁচ দিন ধরে পুজো এবং মেলা চলবে। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এদিন লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম ঘটে। বাংলাদেশ থেকে আসা পুণ্যার্থী শ্যামল মোদক বলেন, এই মায়ের কথা আমাদের বাংলাদেশেও প্রচলন রয়েছে। তাই সব কাজ ছেড়ে মায়ের পুজোর জন্য বাংলাদেশ থেকে এসেছি।
পুজো কমিটির অন্যতম সদস্য উত্তম রায় বলেন, এই মন্দির খুবই জাগ্রত। প্রতিবছর মায়ের পুজোর জন্য এই রাজ্যের পাশাপাশি পার্শ্ববর্তী দেশ থেকে মানুষ চলে আসে। এছাড়াও সারা বছর মায়ের পুজো দেওয়ার জন্য পুণ্যার্থীরা আসেন। এদিন লক্ষাধিক ভক্তের সমাগম হয়।