• জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে ১৪৭ পড়ুয়াকে ‘জব অফার’, কৃষকের সন্তান পেলেন ১২ লাখের চাকরি
    বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • ব্রতীন দাস, জলপাইগুড়ি: বাবা কৃষক। কিন্তু স্বপ্ন দেখেছিলেন, ছেলে একদিন ইঞ্জিনিয়ার হবে। বড় চাকরি পাবে। অবশেষে সেই স্বপ্নপূরণ হল বাঁকুড়ার ওন্দা থানার রঘুনাথপুরের শুভাশিস বিশ্বাসের। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল) থেকে বছরে ১২ লাখ টাকার চাকরির অফার পেয়েছেন ছেলে সৌম্য। তাও আবার কলেজ ক্যাম্পাসিংয়ে। ছেলের এই সাফল্যে কৃষক পরিবারে খুশির হাওয়া। 


    জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরির অফার নিয়ে এই প্রথম হাজির হয়েছে ‘বেল’-এর মতো সরকারি সংস্থা। কলেজ ক্যাম্পাসিংয়ে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল ইয়ারের ন’জন পড়ুয়া এখনও পর্যন্ত ভারত ইলেকট্রনিক্স লিমিটেড থেকে সরাসরি চাকরির অফার পেয়েছেন। সবমিলিয়ে ১৫টি নামী সংস্থা জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪৭ পড়ুয়াকে জব অফার করেছে বলে জানা গিয়েছে। নতুন বছরের প্রথম মাসে ক্যাম্পাসিংয়ে কেউ কেউ আবার মোটা মাইনের জোড়া চাকরির অফারও পেয়েছেন। ফলে কলেজ ক্যাম্পাসে পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এখন খুশির জোয়ার। চাকরি পাওয়ার আনন্দে হস্টেল ছেড়ে বাড়িতে বাবা-মা’র কাছেও যাচ্ছেন অনেকে। কলেজের প্রিন্সিপাল অমিতাভ রায় বলেন, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সহ বিভিন্ন নামী সংস্থা আমাদের কলেজে ক্যাম্পাসিংয়ে আসছে। বহু পড়ুয়া জব অফার পাচ্ছে। প্রত্যেক পড়ুয়ারই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। 


    কলেজ সূত্রে খবর, ইতিমধ্যেই ক্যাম্পাসিংয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ৩৮ জন পড়ুয়া চাকরির অফার পেয়েছেন। সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পেয়েছেন ১২ জন। আরও একাধিক নামী সংস্থার আসার কথা রয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে চাকরির প্রস্তাব পেয়েছেন ৪০ জন। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫৭ জন পড়ুয়াও বিভিন্ন সংস্থা থেকে আকর্ষণীয় অফার পেয়েছেন। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সৌম্য বিশ্বাস ছাড়াও চাকরির অফার পেয়েছেন ওই বিভাগের সুজয় কর্মকার, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সৌভিক বিশ্বাস, স্বাগত খুন্ডিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সৌম্যদীপ মাইতি, ওমকুমার শা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্পন্দন ভট্টাচার্য ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্রাট মুদি ও সৌম্যদীপ রায়।


    ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্লেসমেন্ট সেলের কো-অর্ডিনেটর তনয় সেন বলেন, গত নভেম্বর থেকেই কলেজে ক্যাম্পাসিং শুরু হয়েছে। এপ্রিল পর্যন্ত চলবে। অন্যবারের তুলনায় এবার অনেক বেশি সংস্থা এসেছে। সবচেয়ে বড় ব্যাপার ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের মতো সরকারি সংস্থা এই প্রথম ক্যাম্পাসিংয়ে এল। এখনও পর্যন্ত ক্যাম্পাসিংয়ে ১৪৭ জন পড়ুয়া জব অফার পেয়েছেন। তনয় নিজেও দু’দুটো সংস্থা থেকে চাকরির অফার পেয়েছেন। তাঁর আশা, দীর্ঘ খরা কাটিয়ে এবার ক্যাম্পাসিংয়ে একশো শতাংশ প্লেসমেন্ট হয়ে যাবে। 


    জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ সূত্রে খবর, আদানি গোষ্ঠীর পাশাপাশি এল অ্যান্ড টি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতো সংস্থাও ইতিমধ্যেই ক্যাম্পাসিংয়ের অংশ নিয়ে জব অফার করেছে।
  • Link to this news (বর্তমান)