সংবাদদাতা, কালিয়াচক: জাতীয় সড়কের উপরেই কংগ্রেস নেতা তথা মালদহের জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নানের গাড়িতে বাইক নিয়ে সজোরে ধাক্কা। এতে ক্ষতিগ্রস্ত চার চাকা গাড়ির একাংশ। বিরোধী দলনেতার অভিযোগ, পরিকল্পিত ভাবে তাঁর গাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ব্যক্তিগত কাজে মালদহ শহরের দিক থেকে কালিয়াচকের দিকে যাচ্ছিলেন বিরোধী দলনেতা আব্দুল হান্নান। আচমকা কালিয়াচক থানার সুজাপুরের ডাঙাতে তাঁর গাড়িতে এসে একটি বাইক ধাক্কা মারে। তাতে গাড়ির সামনের দিকের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ওই বাইক চালক ও আরোহী বাঁকা চোখে তাকিয়ে সেখান থেকে চলে যায়। আব্দুল হান্নান বলেন, আমার উপর উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হামলা চালানো হয়েছে। কারণ যেভাবে মালদহে একের পর ঘটনা ঘটছে তাতে আমার আশঙ্কা একেবারেই মিথ্যা নয়। আমি ইতিমধ্যেই বিষয়টি থানায় জানিয়েছি।