• কোকেন কাণ্ডে ধৃত গুডলাককে জেল হেফাজতের নির্দেশ আদালতের  
    বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কোকেন কাণ্ডে ধৃত না‌ইজেরিয়ান যুবক গুডলাকের পাসপোর্ট যাচাইয়ে নেমেছে এসটিএফ। তারা এ ব্যাপারে ভারতীয় বিদেশ মন্ত্রক এবং দিল্লিতে না‌ই঩জেরিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে। এদিকে, ধৃতকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার শিলিগুড়ির মাদক সংক্রান্ত বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছে।


    হরিয়ানার গুরুগ্রাম থেকে ধৃত ওই নাইজেরিয়ান যুবকের কাছ থেকে তিনটি পাসপোর্ট পায় এসটিএফ। সেগুলি আফ্রিকা, আইভোরি কোস্ট ও আমেরিকার। এসটিএফ সূত্রের খবর, ২০১২ সালে স্টুডেন্ট ভিসা নিয়ে গুরুগ্রামে এসেছিল গুডলাক। ২০২৩ সালে তার ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়। তবু সে নাইজেরিয়ায় ফিরে যায়নি। এই অবস্থায় তার কাছ থেকে উদ্ধার হওয়া পাসপোর্টগুলি যাচাই করা হচ্ছে। এজন্য দিল্লিতে নাইজেরিয়ার দূতাবাস এবং কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়েছে। শীঘ্রই সেই রিপোর্ট মিলতে পারে। এসটিএফের অফিসাররা জানান, সেই রিপোর্ট পাওয়ার পরও অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে, ধৃতের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ করার মামলা রুজুর আবেদন আদালতের কাছে জানানো হয়েছে।


    এদিকে, এদিন ধৃতকে শিলিগুড়ির এনডিপিএস কোর্টে তোলে এসটিএফ। আদালত সূত্রের খবর, গত ৬ ফেব্রুয়ারি ধৃতকে সংশ্লিষ্ট আদালতে তোলা হয়েছিল। সেদিন কোকেন কাণ্ডের তদন্তের জন্য ধৃতকে ১০ দিনের জন্য পুলিস হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু, হেফাজতে নেওয়ার সাতদিনের মধ্যে ধৃতকে আদালতে পেশ করে এসটিএফ। এদিন গুডলাকের পক্ষে আদালতে আইনজীবী দাঁড়ালেও তার জামিনের আবেদন জানাননি। ধৃতকে ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।        
  • Link to this news (বর্তমান)