• প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই
    বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া থানার পুলিস প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পাঠানো হয়। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ কালাম আনসারি ও মহম্মদ একরামুল ওরফে আনোয়ার আলি। কালামের বাড়ি রতুয়া থানার হাজি লহবতটোলা এবং একরামুলের বাড়ি  মানিকচক থানার নুরপুর এলাকায়।


    রতুয়া থানার রুকুন্দিপুর গ্রামের বাসিন্দা শেখ বরকত আলি গত মঙ্গলবার রতুয়া থানায় লিখিত অভিযোগ করেন মহম্মদ কালাম আনসারি ও মহম্মদ একরামুলের বিরুদ্ধে। অন্যজনের জমি দেখিয়ে অভিযুক্তরা বরকতের কাছে ৮ লক্ষ টাকা নেয়। সেই জমি অভিযুক্তরা নিজেদের বলে বিক্রি করছিল। সেই জমিরই বায়না দেন বরকত। প্রথমে বিষয়টি বুঝতে পারেননি বরকত। পরে বুঝতে পেরে পুলিসের দ্বারস্থ হন।


    রতুয়া থানার আইসি মানবেন্দ্র সাহা বলেন, প্রতারণার অভিযোগে দুইজনকে পুলিস গ্রেপ্তার করেছে। এদিন তাদের চাঁচল মহকুমা আদালতে পাঠানো হয়েছে। 
  • Link to this news (বর্তমান)