পাহাড়ের সেবাই প্রধান লক্ষ্য: অনীত আগামীকাল যাচ্ছেন কলকাতা
বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, দার্জিলি: পাহাড়বাসীর সেবাই আমার লক্ষ্য। এর বাইরে অন্য কিছু নিয়ে মাথা ঘামাচ্ছি না। বৃহস্পতিবার পেডংয়ে একটি দলীয় সভায় একথা বলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (বিজিপিএম) সুপ্রিমো তথা জিটিএ’র চিফ এগজিকিউটিভ অনীত থাপা। একই সঙ্গে তিনি জানান, আগামীকাল, শনিবার কলকাতায় যাবেন।
এদিনের সভায় অনীত বলেন, একদা পাহাড়ে হাঙ্গামার রাজনীতি ছিল। সকলকে শত্রু হিসেবে দেখার রাজনীতি ছিল। এখন পাহাড়ের রাজনৈতিক বাতাবরণ পাল্টেছে। সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন করার চেষ্টা করছি। কারণ, পাহাড়বাসীর সেবাই আমার লক্ষ্য। কোনও নেতা কী বলছেন, তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। পাহাড়ের উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করতে আগামী ১৫ ফেব্রুয়ারি কলকাতায় পাড়ি দিচ্ছি।