• খেলার মাঠে বিতর্কিত মন্তব্য তৃণমূল ব্লক সভাপতির, প্রতিবাদে সরব বাম-কংগ্রেস
    বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ফুটবল টুর্নামেন্টের মঞ্চ থেকে আইসিকে পাশে বসিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূলের ব্লক সভাপতির। ভোটের সময় বিরোধীদের আক্রমণের উস্কানি কর্মীদের। বিরোধীদের অভিযোগ, খেলার মাঠেও পুলিসকে পাশে বসিয়ে বিরোধীদের মারার হুঁশিয়ারি দিচ্ছে শাসকদল।


    হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভিঙ্গল হাসপাতাল মাঠে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হয় আট দলীয় ফুটবল টুর্নামেন্ট। চলবে রবিবার পর্যন্ত। খেলার প্রথম দিন মঞ্চে ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান, দুই ব্লক সভাপতি মর্জিনা খাতুন এবং জিয়াউর রহমান, যুব তৃণমূল সভাপতি পূজন দাস, ছাত্রনেতা প্রণব দাস, হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার। মঞ্চ থেকে জিয়াউর রহমান বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ‘ফুটবল খেলার সময় যেভাবে গোল বাঁচানোর জন্য পায়ে মারে, সেভাবে ভোটে বিরোধীদের আক্রমণ করতে হবে। ফুটবল মাঠে রেফারি থাকে, লাল কার্ড দেখানোর ভয় থাকে। কিন্তু বিধানসভা ভোটে কোনও রেফারি থাকবে না।’ খেলার মাঠ থেকে বিরোধীদের আক্রমণের হুঁশিয়ারি দেওয়ার পরই শুরু হয়েছে বিতর্ক।  সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা খেলা দেখিয়েছে। 


    সাতটি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি বিরোধীদের দখলে রয়েছে। তৃণমূল হেরেছে। আগামী বিধানসভা‌ ভোটে বিরোধীরা আবার খেলা দেখিয়ে দেবে। কংগ্রেস নেতা জিয়াউর রহমান চৌধুরী বলেন, যে অঞ্চলে খেলা হচ্ছে, সেই অঞ্চল বিরোধীদের দখলে রয়েছে। মানুষকে খেলা মেলায় ভুলিয়ে রাখা যাবে না। যাঁরা মঞ্চে এধরনের বক্তব্য রাখেন, তাঁদের রুচিবোধের অভাব রয়েছে। ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমানের সাফাই, সামনে নির্বাচন। কর্মীদের উদ্বুদ্ধ করতেই এই কথা বলেছি।
  • Link to this news (বর্তমান)