নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য বাজেটে সরকারি কর্মীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরজন্য আগামী সোমবার মুখ্যমন্ত্রীকে রাজ্যজুড়ে ধন্যবাদ জানানোর কর্মসূচি নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। চেয়ারম্যান মানস ভুঁইয়া এবং আহ্বায়ক প্রতাপ নায়েকের তরফে একটি বার্তা পৌঁছে গিয়েছে জেলায় জেলায়। সেখানে বলা হয়েছে, আগামী সোমবার রাজ্যের জেলাশাসক, মহকুমা, ব্লক অফিস এবং কলকাতা সহ জেলা হেড কোয়র্টার, সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট, রিজিওনাল অফিসগুলিতে দুপুরে টিফিনের সময় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচি হবে। ছোট সভা, গেট মিটিং, মিছিল হবে কলকাতা থেকে জেলায় জেলায়। পরবর্তী পর্যায়ে জেলায় জেলায় আরও কর্মসূচি হবে। সরকারি অফিসগুলিতে ধন্যবাদ জ্ঞাপক ব্যানার দেওয়া হবে।