• আলো থেকে ফুটপাত, বসার জায়গা তৈরির ফলে ভোল বদলেছে রাস্তার
    বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: একটা সময় ছিল যখন রাস্তায় চারিদিকে নোংরা, আবর্জনা ছড়িয়ে থাকতো। সাইকেল রিকশ ও অটোর দাপটে হাঁটাচলা দায় ছিল। সেসব এখন অতীত। রাজপুর সোনারপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের গড়িয়া স্টেশনের সান্ধ্যবাজার থেকে নবগ্রাম যাওয়ার এই রাস্তাটির ভোল বদলে গিয়েছে। আলো, ফুটপাত, নয়া পার্কিং স্ট্যান্ড নিয়ে সেজে উঠেছে ওই এলাকা। সন্ধ্যার পর এলাকার লোকজন রাস্তার পাশে থাকা বিশাল পুকুরের ধারে বসে সময় কাটাচ্ছেন। কয়েকদিন আগেই এই নয়া প্রকল্পের উদ্বোধন করেছেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম।


    আগে এই রাস্তাটি তিন মিটার চওড়া ছিল। ফলে অফিস টাইমে অতিরিক্ত গাড়ির চাপে যানজট লেগেই থাকতো। কিন্তু সেই রাস্তাটি প্রায় আট মিটার চওড়া করা হয়েছে। রিকশ, অটো এবং বাইক আগে যত্রতত্র দাঁড় করিয়ে রাখা হতো। কিন্তু এখন সেসব বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের জন্য পৃথক পার্কিং স্ট্যান্ড করে দিয়েছে পুরসভা। ফলে রাস্তায় একটা শৃঙ্খলা এসেছে। পুকুরের ধারে মানুষ যাতে হাঁটতে পারে, তার জন্য ফুটপাত তৈরি করে সেখানে কয়েকটি বসার জায়গা বানানো হয়েছে। হাইমাস্ট আলো বসানো হয়েছে। পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল নজরুল আলি মণ্ডল বলেন, এই এলাকাটির উন্নয়ন অত্যন্ত প্রয়োজন ছিল। বিধায়ক তহবিল এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের অর্থে প্রথম ধাপে অনেকটাই কাজ শেষ করেছে পুরসভা।
  • Link to this news (বর্তমান)