• আইনের অপব্যবহার,   আবার সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল ইডি
    বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নয়াদিল্লি: বিরোধীদের দমনে মোদি সরকারের হাতিয়ার হয়ে উঠেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলি। বিরোধী দলগুলির এই অভিযোগ নতুন কিছু নয়। বিভিন্ন মামলায় ইডির ভূমিকা নিয়ে আদালতের বিভিন্ন মন্তব্যও এমন অভিযোগে হাওয়া জুগিয়েছে। এরইমধ্যে ফের সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হল কেন্দ্রীয় এজেন্সিকে। বুধবার প্রাক্তন আবগারি আধিকারিককে জেলবন্দি করে রাখা নিয়ে শীর্ষ আদালত ইডির তীব্র সমালোচনা করেছে। আর্থিক তছরুপ মোকাবিলা আইন (পিএমএলএ) কে পণপ্রথা বিরোধী আইনের মতোই অপব্যবহার করা হচ্ছে কি না,  তা নিয়েও প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জল ভুয়ানের বেঞ্চ অরুণ পতি ত্রিপাঠী নামে ছত্তিশগড়ের ওই শুল্ক আধিকারিকের জামিন মঞ্জুর করেছে। কড়া প্রশ্ন ছুড়ে আদালত বলে, ‘পিএমএলএ-র অর্থ কাউকে জেলে আটকে রাখা হতে পারে না। অভিযোগ খারিজের পরও কাউকে জেলে রাখার প্রবণতা যদি থাকে, তাহলে আর কী বলা যাবে? ৪৯৮এ মামলাগুলি দেখুন। তেমনই পিএমএলএ-রও অপব্যবহার হচ্ছে?’ এব্যাপারে ইডির যাবতীয় যুক্তি খারিজ করে দেয় আদালত। এর আগেও একাধিক মামলায় আদালতের সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় এজেন্সিকে। হরিয়ানার এক প্রাক্তন কংগ্রেস বিধায়ককে দীর্ঘ ১৫ ঘণ্টা জেরা নিয়েও আদালতের তোপের মুখে পড়েছিল ইডি।
  • Link to this news (বর্তমান)