• চড়ায় ধাক্কা, বড়সড় ফাটল বাংলাদেশি  পণ্যবাহী জাহাজে, উদ্ধার ১২ নাবিক
    বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: বজবজ থেকে বাংলাদেশে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে বাংলাদেশি একটি পণ্যবাহী জাহাজ। বৃহস্পতিবার বিকেলে সাগরের ঘোড়ামারা দ্বীপের কাছে মুড়িগঙ্গা নদীর চড়ায় ধাক্কা দেয় বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ‘সি ওয়ার্ল্ড’। ফলে জাহাজটির ডেক সহ বডিতে মাঝখান থেকে বড়সড় ফাটল ধরে। ওই অংশ দিয়ে হু হু করে নদীর জল ঢুকতে শুরু করে। বিষয়টি বুঝেই জাহাজের নাবিকেরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করেন। তখন নদীতে স্থানীয় মৎস্যজীবীরা মাছ ধরছিলেন। তাঁরা সেই চিৎকার শুনে পণ্যবাহী জাহাজটির কাছে যান। তাঁরাই নাবিকদের উদ্ধার করে সাগর থানায় খবর দেন। পরে ১২ জন বাংলাদেশি নাবিককে উদ্ধার করে সাগর থানায় নিয়ে যাওয়া হয়েছে।


    এই বিষয়ে ওই পণ্যবাহী জাহাজের এক নাবিক বলেন, এই নদীতে আমরা নতুন এসেছি। তাই এই পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় মৎস্যজীবীরা আমাদের উদ্ধার করেছেন। পুলিসও ভালো ব্যবহার করেছে। আর দুর্ঘটনাগ্রস্থ পণ্যবাহী জাহাজটিকে উদ্ধারের জন্য কলকাতা বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)