• লরির ধাক্কায় মৃত্যু হাওড়া জিআরপির এএসআইয়ের
    বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লরির ধাক্কায় মৃত্যু হল হাওড়া জিআরপিতে কর্মরত এক অ্যাসিসট্যান্ট সাব ইনসপেক্টরের (এএসআই)। বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার মালাপাড়ায়। সন্দীপ দাস (৩৮) নামে ওই পুলিসকর্মী ডিউটি সেরে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। তখনই দুর্ঘটনা ঘটে। ওই এএসআই অনেকদিন ধরে হাওড়া রেল পুলিসে রয়েছেন। বীরভূমের সিউড়ির বাসিন্দা সন্দীপবাবু বুধবার সারাদিন ডিউটি করেন। বৃহস্পতিবার সকালে তাঁর ডিউটি শেষ হয়। পরিবার জানিয়েছে, দমদম থেকে তিনি প্রতিদিন বাইক নিয়ে অফিস যাওয়া-আসা করতেন। এদিনও কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। মালাপাড়ায় হঠাৎই তাঁর বাইকে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে। তিনি বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন। লরিটি তাঁকে পিষে দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা এসে দেখেন, পড়ে রয়েছেন সন্দীপবাবু। খবর দেওয়া হয় পোস্তা থানায়। অফিসাররা এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পুলিসকর্মীকে। ওই এলাকায় থাকা ট্রাফিকের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ ধরেই গাড়িটির নম্বর জানার চেষ্টা হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)