• বজবজে ডাকাতি ও গণধর্ষণে ৩ দুষ্কৃতীর যাবজ্জীবন কারাদণ্ড
    বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৭ সালে দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানা এলাকার একটি বাড়িতে গভীর রাতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির পর গৃহকর্ত্রীকে গণধর্ষণ করে চম্পট দেয় দুষ্কতীরা। ঘটনার আট বছর পর দোষী সাব্যস্ত তিন অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল আদালত। বৃহস্পতিবার আলিপুরের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অয়ন মজুমদার ওই আদেশ দিয়েছেন। তিন অপরাধী হল আব্দুল হামিদ মোল্লা, ধনু শেখ ও রামজান শেখ। তিনজনের ডাকাতির ঘটনায় যাবজ্জীবন হয়। আর গণধর্ষণের অপরাধে ধনু ও রামজানের যাবজ্জীবনের পাশাপাশি ২০ বছর করে সশ্রম কারাদণ্ডেরও আদেশ হয়। তবে আদালতের মন্তব্য, সমস্ত সাজাই একই সঙ্গে চলবে। এদিন বিচারক ওই সাজার সঙ্গে বিভিন্ন ধারায় দোষীদের আর্থিক জরিমানারও নির্দেশ দেন। রায়দানের আগে তিনজন বিচারকের কাছে কম সাজার দাবি জানায়। কিন্তু বিচারক এজলাসে তাদের উদ্দেশে বলেন, আপনাদের বিরুদ্ধে এই অপরাধ সবদিক থেকেই প্রমাণিত হয়েছে। তাই আপনাদের বিরুদ্ধে এই রায়। এদিনও মামলার রায় দিতে গিয়ে বিচারক গৃহবধূর ছেলে তৎকালীন দ্বিতীয় শ্রেণির পড়ুয়া নাবালকের ভূয়সী প্রশংসা করেন। বিচারকের মন্তব্য, ওই বালকের সাক্ষ্যে এই মামলায় ‘গতি’ আসে। সরকারি কৌঁসুলি অরবিন্দ মিত্র আদালতে কড়া সাজার দাবি জানিয়ে বলেন, ‘ডাকাতির পর ছোট শিশুসন্তানের সামনে যেভাবে মহিলাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে তা ভাবলে শিহরিত হতে হয়। এদের প্রতি সহানুভূতি দেখানো একেবারেই উচিত নয়।’   
  • Link to this news (বর্তমান)