• শ্বাসনালীতে  নুডলস আটকে   মর্মান্তিক মৃত্যু   ৮ বছরের শিশুর
    বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়িতে নুডলস খাওয়ার সময় সেটা শ্বাসনালীতে আটকে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। বুধবার রাতে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকার চণ্ডী ঘোষ রোডে। মৃতের নাম শ্রেয়াংস দত্ত। মর্মান্তিক এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।  


    ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যায়। ঘড়িতে তখন মেরেকেটে সাড়ে ছ’টা। আর পাঁচটা দিনের মতো বা঩ড়ির চৌহদ্দিতে খেলছিল ছোট্ট শ্রেয়াংস। খেলার শেষে বাবা-মায়ের কাছে নুডলস খাওয়ার বায়না করে সে। সেই মতো নুডলস বানিয়ে খেতে দেওয়া হয় তাকে। নিজের ঘরে বসেই নুডলস খাচ্ছিল শিশুটি। 


    শ্রেয়াংসের বাবা-মা পুলিসকে জানিয়েছে, নুডলস খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শ্রেয়াংস। আচমকাই তার বাম কাঁধে ব্যথা শুরু হয়। ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বাধ্য হয়ে তড়িঘড়ি ছেলেকে নিয়ে বাবা সপ্তর্ষি দত্ত নিউ আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ছোটেন। কিন্তু সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ছেলের মর্মান্তিক মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছে গোটা পরিবার। 


    প্রাথমিক তদন্তে কোনও অসঙ্গতি মেলেনি বলেই কলকাতা পুলিস জানাচ্ছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি স্থানীয় রিজেন্ট পার্ক থানার পুলিসের কাছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে খাবারের নমুনা সংগ্রহ করেছে পুলিস। কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, ‘শ্বাসনালীতে নুডলস আটকে থাকার ফলে দমবন্ধ হয়ে যায় ছোট্ট শ্রেয়াংসের। ঠিক তখনই হৃদযন্ত্র বন্ধ হয়ে গিয়ে মৃত্যু হয়েছে তার।’
  • Link to this news (বর্তমান)