• পুণ্যার্থীদের আকর্ষণ করল না কল্যাণীর কুম্ভমেলার শাহি স্নান
    বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কল্যাণী: ভিড় হওয়ার আশা করেছিলেন উদ্যোক্তারা। কিন্তু বাস্তবে দেখা গেল, বঙ্গ কুম্ভ মেলার শাহি স্নানে আগ্রহই দেখালেন না পুণ্যার্থীরা। মাঘী পূর্ণিমার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার কল্যাণীতে কুম্ভ মেলায় শাহি স্নানের আয়োজন করা ছিল। সেই অনুযায়ী সবরকম প্রস্তুতি নিয়েছিল প্রশাসন। মোতায়েন ছিল পুলিস। ছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু এদিন সকাল থেকেই ফাঁকা থাকল ঘাট ও মেলা চত্বর। কল্যাণী ব্লকের মাঝেরচরে ভাগীরথীর তীরে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটে সোমবার থেকে শুরু হয়েছে বঙ্গ কুম্ভ মেলা। চলবে রবিবার পর্যন্ত। বৃহস্পতিবার শাহি স্নান ছিল। ব্যাপক ভিড়ের সম্ভাবনার রয়েছে বলে জানিয়েছিলেন উদ্যোক্তারা। কিন্তু এদিন দেখা গিয়েছে ফাঁকাই পড়ে রয়েছে এলাকা। পুণ্যার্থী সংখ্যা হাতেগোনা। ভিড় মূলত উদ্যোক্তা, প্রশাসনের লোকজনের। এছাড়া ছিলেন স্বেচ্ছাসেবক আর দোকানদাররা। নাগা সন্ন্যাসীদের আখড়া রয়েছে। কিন্তু সেখানে কয়েকজনকে মাত্র বসে থাকতে দেখা গিয়েছে। ঘাটে স্নান করেছেন জনা পঞ্চাশেক মাত্র পুণ্যার্থী। তাঁদের পাহারা দিয়েছেন প্রশাসনিক ব্যক্তিরা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ‘মেলায় আসা দোকানদাররা হতাশ। মাধ্যমিকের কারণে গানবাজনা বন্ধ ছিল। তবে সতর্কীকরণের প্রচার চলেছে। দু’বছর আগে এই মেলায় কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই হাল বেহাল।’ কেন এই অবস্থা? উদ্যোক্তাদের একাংশের বক্তব্য, ‘প্রচারের অভাব হয়েছে। বিভিন্ন স্কুলে পরীক্ষা থাকার কারণে অনেকে মেলায় আসতে পারেননি। এই মেলা দু-তিন বছর পরপর হওয়া উচিত।’  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)