• খড়্গপুর আইআইটির বিশেষজ্ঞ নিয়ে বিল্ডিং কমিটি গড়ল নবান্ন
    বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একের পর এক বাড়ি হেলে পড়ার ঘটনায় রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আবার বেশকিছু ক্ষেত্রে সামান্য হেলে পড়া বাড়ি ঠিক করতে গিয়ে পরিস্থিতি হয়ে উঠেছে আরও গুরুতর। বিপাকে পড়ছেন সংশ্লিষ্ট ফ্ল্যাট ক্রেতারা। তাই এই সমস্যার সমাধান চাইছে রাজ্য যেকোনও উপায়ে। এবার সেই উদ্দেশ্যেই খড়্গপুর আইআইটির বিশেষজ্ঞদের নিয়ে রাজ্য স্তরের কমিটি গঠনের পথে হাঁটল নবান্ন। আগামী দিনে নিয়মবহির্ভূতভাবে বাড়ি তৈরি আর বরদাস্ত করবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু এমন ঘটনা প্রকাশ্যে এলে তার বিরুদ্ধে রাজ্যের পরবর্তী পদক্ষেপ কী হবে? তা নির্ণয়ের জন্য স্টেট লেভেল বিল্ডিং কমিটি গঠন করল নবান্ন।        


    মঙ্গলবার রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী, দপ্তরের অতিরিক্ত সচিব অরূপরতন মুখোপাধ্যায়কে মাথায় (চেয়ারম্যান) রেখে আট সদস্যের এই কমিটি গড়েছে রাজ্য। কমিটিতে সদস্য হিসেবে থাকবেন দপ্তরের ল’অফিসার, চিফ টাউন প্ল্যানার, ঘটনার স্থান অনুযায়ী মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটের (উত্তর বা দক্ষিণের) চিফ ইঞ্জিনিয়ার, খড়্গপুর আইআইটির ডিপার্টমেন্ট অব আর্কিটেকচার অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংয়ের প্রাক্তন বিভাগীয় প্রধান বিপ্লবকান্তি সেনগুপ্ত। এছাড়া আরও দুই বিশেষজ্ঞ আর্কিটেক্টকে এই কমিটিতে রাখা হয়েছে। কমিটির মেম্বার কনভেনার থাকবেন রাজ্যের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্ল্যানিং সার্কেল দক্ষিণের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার।


    ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ‌্যাল বিল্ডিং রুলস ২০০৭ অনুযায়ী, অনুমোদিত বিল্ডিং প্ল্যানকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়ি তৈরি হলেই সংশ্লিষ্ট পুরসভার বোর্ড অব কাউন্সিলার্সের সিদ্ধান্ত মতে বিষয়টি এই কমিটির কাছে পাঠানো যেতে পারে। অনুমোদন ছাড়া বা বেআইনিভাবে কোনও নির্মাণ কাজ হয়ে থাকলে সেক্ষেত্রে তার যাচাই করতে পারে এই কমিটি। বিষয়টির নিষ্পত্তি তখন কীভাবে করা সম্ভব, সেই বিষয়েও মতামত দিতে পারে এই কমিটি। এমনকী, প্রযুক্তিগত পরামর্শের জন্যও এই কমিটির মতামত নেওয়া যাবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট পুরসভার কমিশনার বা এগজিকিউটিভ অফিসার বা টেকনিক্যাল অফিসারকেও এই বৈঠকে ডাকতে পারবে এই কমিটি।  


    প্রসঙ্গত, এই সমস্যায় ইতি টানতে একাধিক বৈঠক করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম। তিনি একাধিকবার জানিয়েছেন, এমন ঘটনা বরদাস্ত করা হবে না। সেই অনুযায়ী মাঠেও নেমেছেন তাঁর দপ্তরের আধিকারিকরা। প্রত্যেকটি পুরসভাকে এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য স্তরের কমিটি গঠন যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছে প্রশাসনিক মহল।
  • Link to this news (বর্তমান)