• ফাল্গুন পড়তেই পাকাপাকিভাবে   বিদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে শীত
    বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাঘ বিদায় নিয়ে ফাল্গুন মাস এসে গিয়েছে বৃহস্পতিবারই।  শীতও এবার পাকাপাকিভাবে বিদায় নিচ্ছে কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গ থেকে। সর্বনিম্ন তাপমাত্রা আজ শুক্রবার থেকে কিছুটা কমলেও শীতের আমেজ  বলতে যা বোঝায়, তা আর পাওয়া যাবে না।


    আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, আগামী কাল শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আসবে। তাপমাত্রা এরপর আর কমার সম্ভাবনা তেমন নেই, বরং তা বাড়বে। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা এইসময়ের স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে ৫.৮ ডিগ্রি বেশি। আজ, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০-২১ ডিগ্রির আশপাশে থাকবে। ভোরের দিকে হাল্কা কুয়াশাও পড়তে পারে।


    কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা সোমবার ৩০ ডিগ্রি ছুঁয়েছিল। কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্থায়ীভাবে যথাক্রমে ৩০ এবং ২০ ডিগ্রি ছুঁলে শীত বিদায় নিয়েছে বলেই ধরা হয়। আবহাওয়াবিদরা বলছেন, সেইসময় এসেই গিয়েছে। আপাতত বসন্তের আগমন হচ্ছে দক্ষিণবঙ্গে। এখন কিছুদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় ভোর ও রাতের দিকে হাল্কা শীতের অনুভূতি থাকবে। বেলা বাড়লেই চড়া রোদের জন্য গরম লাগবে। আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ১৯-২০ ফেব্রুয়ারি উপকূল ও সংলগ্ন এলাকায় কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন। 


     দক্ষিণবঙ্গের সব জায়গাতেই তাপমাত্রা বেড়েছে। পুরুলিয়ায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি। দক্ষিণবঙ্গের অধিকাংশ স্থানে সর্বোচ্চ তাপামাত্র ২৯-৩০ ডিগ্রির আশপাশে আছে। পশ্চিম বর্ধমানের পানাগড় এবং বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৩ ডিগ্রি। আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমাঞ্চলে এইসময় চড়া রোদ ও বৈশিষ্ট্যপূর্ণ ভূপ্রকৃতির জন্য সর্বোচ্চ তাপমাত্রা তুলনামূলকভাবে বেশিই থাকে। তাপমাত্রা বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গেও। তবে দক্ষিণবঙ্গের তুলনায় হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গে এখনও সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কম। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ২৩-২৪ ডিগ্রির আশপাশে থাকায় কিছুটা স্বস্তির আবহাওয়া এখনও মিলবে।
  • Link to this news (বর্তমান)