• সপ্তাহান্তে এই শাখায় বাতিল থাকবে একাধিক লোকাল, ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা...
    আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সপ্তাহান্তে একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে হাওড়া শাখায়। রেল সূত্রে জানা গেছে, সেতু রক্ষণাবেক্ষণের কাজ হবে দিয়াড়া ও সিঙ্গুরের মধ্যে। আর সে কারণেই শনি ও রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকছে হাওড়া–তারকেশ্বর–আরামবাগ শাখায়। রেল জানিয়েছে, দিয়ারা ও নসিবপুরের মধ্যে ১৬ নম্বর সেতু ও নসিবপুর ও সিঙ্গুরের মধ্যে ২১ নম্বর সেতুর কাজ হবে। আর সে কারণেই ওই সেকশনে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে। শনিবার হাওড়া থেকে তারকেশ্বর লাইনে দুটি ও তারকেশ্বর থেকে হাওড়া লাইনে বাতিল থাকবে দুটি ট্রেন। 

    এছাড়া তারকেশ্বর থেকে হাওড়া লাইনে রবিবার ডাউনে বাতিল থাকবে মোট ১০ টি লোকাল। গোঘাট থেকে হাওড়ার মধ্যে বাতিল থাকবে একটি লোকাল। গোঘাট থেকে তারকেশ্বর লাইনে বাতিল থাকবে একটি লোকাল। আরামবাগ থেকে হাওড়া লাইনে বাতিল থাকবে একটি লোকাল। আবার হরিপাল থেকে হাওড়া লাইনে বাতিল থাকবে একটি লোকাল।

    রবিবার আপ লাইনে হাওড়া থেকে গোঘাটের মধ্যে বাতিল থাকবে দু’টি লোকাল। হাওড়া থেকে তারকেশ্বর লাইনে বাতিল থাকবে ৬ টি লোকাল। শেওড়াফুলি থেকে তারকেশ্বর লাইনে বাতিল থাকবে দু’‌টি লোকাল। হাওড়া থেকে আরামবাগ ও হাওড়া থেকে হরিপাল লাইনে বাতিল থাকবে একটি করে লোকাল। মোট ২৯টি লোকাল ট্রেন বাতিল থাকছে বলে জানা গেছে। 

    একাধিক ট্রেন বাতিলের ফলে যাত্রী ভোগান্তির আশঙ্কা থাকছেই। 
  • Link to this news (আজকাল)