আজকাল ওয়েবডেস্ক: এমনও সম্ভব। বাড়ির মেহগনি গাছ এর কাঠ থেকে এক ব্যক্তি তৈরি করেছেন স্কুটি। যা দেখতে ভিড় করছেন আট থেকে আশি সকলেই। অত্যাশ্চর্য স্কুটি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন নদিয়ার চাকদহের ভাজা বাড়ি এলাকার স্বপন সূত্রধর। মাত্র সাত থেকে আট দিনের মধ্যে পড়ে থাকা মেহগনি গাছের কাঠ দিয়ে তৈরি করেছেন এই অত্যাশ্চর্য যান।
জানা গেছে, বছর কুড়ি বছর আগে বাবাকে উপহার হিসেবে স্কুটিটি দিয়েছিলেন স্বপন। বাবা মারা যাওয়ার পর সেই স্কুটি পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। বাবার সেই স্মৃতিকে আগলে রাখতে এই অভিনব উদ্যোগ নেন স্বপন বাবু। এখন সেই স্কুটি নিয়েই রাস্তাঘাটে অনায়াসেই চলাফেরা করছেন তিনি। যদিও এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি তার এই স্কুটি। আরও কিছু কাজ বাকি রয়েছে। পরিবেশবান্ধব এই স্কুটিটি অনায়াসেই খুলে ফেলা যায়। স্বপন বাবুর দাবি, রাস্তায় বেরোলেই বহু মানুষ তার এই আবিষ্কারের ছবি তুলে রাখেন। যদিও পুলিশ এই বিষয়ে এখনও কিছু বলেনি বলেই জানান স্বপন বাবু। যখন চালান তখন হেলমেট পড়েই চালান। স্বপন বাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বহু মানুষ।