• সাগরের ঘোড়ামারার কাছে ডুবে যাওয়া বার্জ থেকে উদ্ধার ১২ জন বাংলাদেশি...
    আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ডুবে যাওয়া ছাই বোঝাই বাংলাদেশি বার্জ থেকে উদ্ধার বাংলাদেশের ১২ জন মৎসজীবী । ডুবন্ত বার্জ থেকে বাংলাদেশিদের উদ্ধার করলেন ভারতীয় মৎস্যজীবীরা। তাঁদের তৎপরতায় প্রাণ ফিরে পেলেন ১২ জন।

     নিরাপদ ভাবে উদ্ধার করার পর নিয়ম মেনে দক্ষিণ ২৪ পরগনার সাগর থানার পুলিশের হাতে তাঁদের তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আইন মেনে এরপর তাঁদের হস্তান্তরিত করা হবে বাংলাদেশের হাতে।

    বৃহস্পতিবার দুপুরে সাগরের মুড়িগঙ্গায় বাংলাদেশের একটি বার্জ ডুবে যায়। বজবজ  থেকে ছাই বোঝাই করে মুড়িগঙ্গা হয়ে সাগরে যাওয়ার পথে ঘোড়ামারার কাছে এই ভয়াবহ ঘটনা ঘটে। কারণ হিসেবে জানা যায়, পাটাতন ফেটে বার্জে জল ঢুকেছিল বিপুল পরিমাণে। সেই কারণে এই বিপত্তি ।

    ঘটনার সময় সেখানে উপস্থিত সাগরের স্থানীয় মৎস্যজীবীরা এগিয়ে যান। খবর দেওয়া হয় সাগর থানায়। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, পথ দেখানোর কথা ছিল যাঁর, তিনি আগে চলে যাওয়ায় মাঝনদীতে বিপত্তি ঘটে।  বৃহস্পতিবার রাতে তাঁদের চিকিৎসার জন্য সাগর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়।
  • Link to this news (আজকাল)