• রাজ্য বাজেটের প্রশংসায় সঞ্জয় বুধিয়া
    দৈনিক স্টেটসম্যান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • রাজ্য বিধানসভায় বুধবার পেশ হওয়া বাজেটের প্রশংসা করলেন প্যাটন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় বুধিয়া। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছেন সেখানে সামগ্রিক উন্নয়নের জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

    সঞ্জয় বুধিয়ার দাবি, এই বাজেট গ্রামীণ উন্নয়নের খাতে বিপুল বরাদ্দ করেছে। এছাড়াও গ্রামীণ যোগাযোগ, নদী ভাঙন নিয়ন্ত্রণ, কৃষি ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করেছে, যা বিশেষভাবে প্রশংসনীয়। এছাড়াও গ্রামীণ অঞ্চলগুলিকে আরও শক্তিশালী করার জন্য পরিকাঠামো খাতে জোড় দেওয়া হয়েছে।

    ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ গঙ্গাসাগর সেতুন নির্মাণের উদ্যোগ ধর্মীয় পর্যটন বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করে সঞ্জয়। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা। এছাড়াও বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আরও ১৬ লক্ষ বাড়ি নির্মাণের জন্য ৯৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। এই বরাদ্দ সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করেন প্যাটন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)