• বাড়িতে রাখা কার্বোলিক অ্যাসিড! সাপের পরিবর্তে মারা গেল বাড়ির ছেলে...
    ২৪ ঘন্টা | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • প্রসেনজিত্‍ সর্দার: সাপের উপদ্রব থেকে বাঁচতে বাড়িতে রাখা ছিল কার্বোলিক অ্যাসিড। সেই কার্বোলিক অ্যাসিড খেয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মৃতের নাম সান্তনু সরদার(২৬)। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার ধলীরবাটী । ক্যানিং থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাপের উপদ্রব থেকে বাঁচতে ওই যুবকের বাড়িতে কার্বোলিক অ্যাসিড রেখেছিলেন। আর পারিবারিক বিষয় নিয়ে শ্বশুর বাড়িতে স্ত্রীর সঙ্গে বচসা হয় বলে অভিযোগ। এরপর বাড়িতে এসে সেই অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন জানতে পেরে ওই যুবককে উদ্ধার করে। চিকিৎসার জন্য রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলাকালীন ওই যুবকের মৃত্যু হয়। ঘটনায় ধলীরবাটী এলাকায় নেমে আসে শোকের ছায়া।

    Disclaimer: আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 


    iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১


    কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

    উল্লেখ্য, গতকালই জীবন্ত সাপ নিয়ে হুড়মুড়িয়ে হাসপাতালে ঢুকে পড়ে এক যুবক। ঘটনাটি ঘটে ক্যানিং মহকুমা হাসপাতালে। এমন ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জীবন্ত সাপ দেখতে হাজির হন রোগী ও রোগীর পরিবার পরিজনেরা।

    স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ক্যানিং মহকুমা হাসপাতালে জরুরী বিভাগে কর্মরত ছিলেন ডাঃ সমরেন্দ্র নাথ রায়। সেই সময় উত্তর ২৪ পরগনা জেলার সন্দেখালি থানার সরবেড়িয়ার ৯ নম্বর এলাকার যুবক পালান সরদার হাতে জীবন্ত কেউটে সাপ নিয়ে হন্তদন্ত হয়ে হাজির হন ক্যানিং মহকুমা হাসপাতালের জরুরী বিভাগে। চিকিৎসকের কাছে অনুরোধ করেন ,স্যার আমাকে বাঁচান। বিছানা করে মশারি টাঙিয়ে ঘুমাতে যাচ্ছিলাম,সেই সময় আমার বাম পায়ে কেউটে সাপ কামড় দেয়। সাপ ধরে নিয়ে এসেছি।

     

  • Link to this news (২৪ ঘন্টা)