• হচ্ছেটা কী! একরাতে হু হু করে নামল পারদ, ভ্যালেন্টাইনস ডে-তে শীতের আমেজ...
    ২৪ ঘন্টা | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • অয়ন ঘোষাল: পূর্বাভাস অনুয়ায়ী রাজ্য জুড়ে ফের একবার দুদিনের জন্য পারদ পতন। এক রাতে ৬ ডিগ্রি পারদ পতন কলকাতায়। জেলায় জেলায় ৩ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত নামল পারদ। রবিবার রাত পর্যন্ত পারদ পতনের দিকে। সোমবার থেকে ফের পারদ উত্থান। তারপর এই মরশুমে আর পারদ পতনের কোনও সম্ভবনা থাকছে না। উত্তরে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত কুয়াশার দাপট কমবে রাজ্যে।

    সিস্টেম


    অসমে রয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এছাড়াও জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে।

    দক্ষিণবঙ্গে


    রাতারাতি বড়সড় পারদ পতন। পশ্চিমাঞ্চলের কোনও কোনও জেলায় ৫ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত পারদ পতনে ফের ফিরল হালকা শীতের আমেজ। আগামী ৪৮ ঘণ্টা কুয়াশার দাপট অনেকটা কম। রোদ ঝলমলে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। মনোরম আবহাওয়া প্রেম দিবসে। ভোরে এবং রাতে হালকা শীতের আমেজ আরও ৪৮ ঘণ্টা।

    উত্তরবঙ্গ


    বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। কাল শনিবার থেকে উত্তরেও মেঘমুক্ত পরিষ্কার আকাশ। জেলায় জেলায় পারদ পতন। রবিবারের মধ্যে আরও সামান্য পারদ পতনে উত্তরে মনোরম শীতের আমেজ। সোম থেকে বুধবারের মধ্যে উত্তরে প্রায় সব জেলায় গড়ে ২ থেকে ৩ ডিগ্রি পারদ উত্থান।

    কলকাতা


    ভোরে শীতের আমেজ ফিরল। রবিবারের মধ্যে আরও কিছুটা পারদ পতন। সোমবার থেকে স্থায়ীভাবে পারদের উত্থান। আপাতত ৪৮ ঘণ্টা মেঘমুক্ত পরিষ্কার ঝলমলে আকাশ এবং শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই।

    কলকাতার তাপমান


    রাতের তাপমাত্রা ২৩.৭ থেকে ৬ ডিগ্রি কমে ১৭.৭ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৯৬ শতাংশ।

    ভিনরাজ্যে


    ঘন কুয়াশার সতর্কতা সিকিমে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অরুণাচল প্রদেশে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশে।

     

  • Link to this news (২৪ ঘন্টা)