শনি ও রবিতে তারকেশ্বর শাখায় বাতিল বহু লোকাল, দেখে নিন তালিকা
প্রতিদিন | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
সুব্রত বিশ্বাস: নসিবপুর ও সিঙ্গুরের মাঝের ব্রিজ মেরামত হবে। তার জেরেই আগামী দুদিন অর্থাৎ শনি ও রবিবার তারকেশ্বর শাখায় বাতিল বহু ট্রেন। ফলে চূড়ান্ত যাত্রী ভোগান্তির আশঙ্কা। তবে রেলের তরফে জানানো হয়েছে, যাতে যাত্রীদের সমস্যায় পড়তে না হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে।
বাতিল কোন কোন ট্রেন?
শনিবার বাতিল থাকবে মোট তিনটি ট্রেন। তারকেশ্বরগামী আপ ৩৭৩৪৯, ৩৭৩৫১ ও ডাউন ৩৭৩৫৪ তারকেশ্বর লোকাল। তবে রবিবার বাতিল বহু ট্রেন। রবিবার বাতিল বহু ট্রেন। তবে ছুটির দিন হওয়ায় বিশেষ সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।
শেওড়াফুলি থেকে বাতিল ৩৭৪১১, ৩৭৪১৫ তারকেশ্বর লোকাল।
হাওড়া থেকে বাতিল ৩৭৩৫৯ আরামবাগ ও ৩৭৩০৭ হরিপাল লোকাল।
প্রসঙ্গত, বিভিন্ন শাখায় কাজ চলছে। ফলে মাঝে মধ্যেই বিভিন্ন লাইনে বাতিল হচ্ছে বহু ট্রেন। অনেকক্ষেত্রে ঘুরপথে চালানো হচ্ছে। কোথাও আবার যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। যার জেরে প্রায়শই রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। তবে আমজনতার সুবিধার্থেই এই কাজ, এমনটাই জানাচ্ছে রেল।