• কীর্তনের আসরে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার পঞ্চায়েত সদস্য
    এই সময় | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • হরিনাম সংকীর্তন চলাকালীন নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙড়ের বামনঘাটা এলাকায় ওই ঘটনা ঘটে। অভিযোগ, ওই দিন সন্ধ্যায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত বামনঘাটা এলাকায় হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। সেখানেই একটি বিশেষ আচার পালনে ব্যস্ত ছিলেন মহিলারা। স্থানীয়দের অভিযোগ, মদ্যপ অবস্থায় সেখানে পৌঁছন বামনঘাটা পঞ্চায়েতের সদস্য চিরঞ্জিৎ মণ্ডল। তিনি নাবালিকার সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ।

    এখানেই শেষ নয়, নাবালিকাকে আপত্তিকর ভাবে স্পর্শ করার অভিযোগও উঠেছে চিরঞ্জিৎ মণ্ডলের বিরুদ্ধে। ওই নাবালিকা কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। পরিবারের সদস্যরা কারণ জিজ্ঞাসা করায় সে চিরঞ্জিৎ মণ্ডলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলে।

    নাবালিকার পরিবারের সদস্যরা প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত চিরঞ্জিৎ মণ্ডল ও তাঁর সমর্থকেরা তাঁদের উপরে হামলা করে বলে অভিযোগ। মুহূর্তে তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে চিরঞ্জিৎ-সহ তাঁর দুই সঙ্গীকে গ্রেপ্তার করে কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ।

    ভাঙড় ২ নম্বর ব্লকের এসসি-এসটি সেলের তৃণমূল সভাপতি প্রদীপ মণ্ডল জানান, অভিযোগ শুনেছি। পুলিশ অভিযোগের তদন্ত করছে। আইন আইনের পথে চলবে বলেও জানান তিনি। এই ঘটনায় এলাকায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে। নাবালিকার পরিবার চিরঞ্জিতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে এখনও চিরঞ্জিত বা তাঁর পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • Link to this news (এই সময়)