• ‘জাতীয় মেলা’ ঘোষণার দাবি
    আনন্দবাজার | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • গঙ্গাসাগর মেলাকে ‘জাতীয় মেলা’র স্বীকৃতি দেওয়ার দাবিতে ফের সরব হল তৃণমূল কংগ্রেস। দলের সাংসদ জুন মালিয়া বৃহস্পতিবার সংসদের উল্লেখ-পর্বে লিখিত ভাবে ফের ওই দাবি তুলেছেন। গঙ্গাসাগর মেলার পৌরাণিক, ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক তাৎপর্যের পাশাপাশি সেখানকার জনসমাগমের কথা স্মরণ করিয়ে দিয়েছেন সাংসদ। মুড়িগঙ্গার উপরে সেতু তৈরির জন্য ইতিমধ্যেই ১৫০০ কোটি টাকার বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করেছে রাজ্য সরকার। এই সূত্র ধরেই কেন্দ্রীয় সরকারের কাছে সাংসদের দাবি, ‘গঙ্গাসাগর মেলা জাতীয় মেলার অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য।’ প্রসঙ্গত, কুম্ভমেলার সঙ্গে তুলনা করে এর আগে একাধিক বার গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণা করার দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে সংসদে সরব হয়েছিলেন মমতা ঠাকুর-সহ অন্য তৃণমূল সাংসদেরাও।

  • Link to this news (আনন্দবাজার)