• ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল বাইক, ভয়ঙ্কর দুর্ঘটনা বাউড়িয়া স্টেশনের কাছে
    এই সময় | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • বাউড়িয়া স্টেশনের কাছে ঝুঁকির পারাপার। রেল লাইন পেরোতে যাওয়া মোটরবাইকে ধাক্কা চলন্ত ট্রেনের। বরাত জোরে প্রাণে বাঁচলেন দুই বাইক আরোহী। ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে বাইকটি। স্টেশনের লেভেল ক্রসিং থেকে কিছুটা দূরে বেআইনিভাবে পারাপার করার জন্যেই এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের।

    শুক্রবার আনুমানিক দুপুর ১২টা ১০ নাগাদ দক্ষিণ-পূর্ব রেলের বাউড়িয়া পশ্চিম রেল গেটের কাছে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রেল গেট বন্ধ থাকা অবস্থায় লেভেল ক্রসিংয়ের ৫০ ফুট দূরে একটি জায়গা থেকে দুই যুবক বাইক নিয়ে রেল লাইন পারাপার করছিলেন। সেই সময়ে হাওড়াগামী ট্রেনটিকে ছুটে আসতে দেখে রেল লাইনে বাইক ফেলে পাশেই ঝাঁপ দেয় দুই যুবক। তাঁরা প্রাণে রক্ষা পেলেও ক্ষতিগ্রস্ত হয় বাইকটি।

    দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, রেল গেট বন্ধ থাকলেও ওই অংশ দিয়ে মাঝেমধ্যেই স্থানীয়দের একাংশ মোটরবাইক, গাড়ি নিয়ে অবৈধভাবে পারাপার করেন। যে কোনওদিন আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুর্ঘটনার পরেই রেল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় বাউড়িয়া অন্যতম ব্যস্ত স্টেশন। বাউড়িয়া ঘাট থেকে নিত্য প্রচুর মানুষ কলকাতায় যাতায়াত করেন। লেভেল ক্রসিংয়ের পেরোতে অনেক যাত্রীরই দেরি হয়। দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর দাবি ছিল উড়ালপুলের জন্য। রাজ্য সরকার ও রেলের যৌথ উদ্যোগে উড়ালপুল তৈরির কাজ শুরু হয়েছে। উড়ালপুলের জন্য মোট ৮০ কোটি টাকা খরচ হবে। এর মধ্যে ৪০ কোটি টাকা খরচ করবে রেল। বাকি অ্যাপ্রোচ রোড-সহ বাকি অংশের জন্য খরচ করবে রাজ্য সরকার। ইতিমধ্যে উড়ালপুলের জমি অধিগ্রহণ-সহ প্রাথমিক কাজ শুরু হয়েছে।

  • Link to this news (এই সময়)