সল্টলেক বা নিউ টাউনের মতো শুনশান এলাকায় নয়, এ বার কলকাতার কেন্দ্রস্থল সেন্ট্রাল অ্যাভিনিউতে ভয়াবহ ডাকাতির ঘটনা। বৃদ্ধাকে অস্ত্র দেখিয়ে গোটা বাড়িতে লুটপাট চালাল দুষ্কৃতীরা। বড়তলা থানায় দায়ের হয়েছে অভিযোগ। তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ১১টার পর সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ওই বাড়িতে ডাকাতি করতে ঢোকে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, হামলার সময় বাড়িতে একা ছিলেন ৬৮ বছরের বৃদ্ধা মধুমিতা মিত্র। তাঁর মেয়ে থাকেন বেঙ্গালুরুতে। দিন কয়েক আগে মেয়েকে বিমানবন্দরে ছাড়তে গিয়ে সেখানে পড়ে যান বৃদ্ধা। আঘাত লেগে তাঁর ফিমার হাড় ভেঙে গিয়েছে। অসমর্থ বৃদ্ধার একা থাকার খবর পেয়েই নিশ্চিন্তে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা।
বৃদ্ধাকে অস্ত্র দেখিয়ে বাড়িতে থাকা সমস্ত নগদ ও কয়েক লাখ টাকার সোনার গয়না হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। পুলিশে দায়ের অভিযোগ অনুযায়ী, নগদের পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার। এই ঘটনায় বাড়ির কেয়ারটেকার ও পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো রাস্তার ধারের বাড়িতে কী ভাবে এমন দুঃসাহসিক ডাকাতি সেই নিয়ে উঠছে প্রশ্ন। দুষ্কৃতীদের সন্ধান পেতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
তবে এই ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এমন জনবহুল রাস্তার উপর অভিজাত বাড়িতে ডাকাতির ঘটনায় আতঙ্ক এলাকা। বিনা বাধায় লুটপাট চালিয়ে কারও নজরে না পড়ে, কী ভাবে পালাল ডাকাতেরা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।