• নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার যুবক
    আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবককে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বারুইপুর এলাকার বাসিন্দা নবম শ্রেণির ছাত্রীকে রাস্তায় উত্যক্ত করত অভিযুক্ত সুর্য দাস। অভিযোগ, নাবালিকা ও তাঁর পরিবারকে নাকি প্রাণে মারার হুমকিও দিয়েছিল অভিযুক্ত। এমনকী অ্যাসিড মারার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। 

    অভিযোগ নাবালিকাকে ভয় দেখিয়ে জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে এবং তার ভিডিও ও ছবি তুলে রেখেছিল অভিযুক্ত। পরবর্তীতে সেই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। তবে শেষ পর্যন্ত ওই ছবি ভাইরাল করে দেয় অভিযুক্ত যুবক, এমনটাই দাবি নাবালিকার পরিবারের। সেই ছবি বিভিন্ন জায়গা ঘুরে নির্যাতিতার পরিবারের কাছেও পৌঁছায়। তারা বিষয়টি জানতে পারতেই নাবালিকা সব কিছু খুলে বলে পরিবারকে। 

    এরপরই বৃহস্পতিবার রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার অভিযুক্তকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
  • Link to this news (আজকাল)