• কাঁকড়া ধরতে গিয়ে এবার সুন্দরবনে জলদস্যুদের কবলে পড়লেন মৎস্যজীবীরা, তারপর কী হল.‌.‌.‌...
    আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে জলদস্যুদের কবলে পড়লেন দুই মৎস্যজীবী। 

    জানা গেছে, বৃহস্পতিবার সুন্দরবনের ছোট মোল্লাখালির বাসিন্দা ২ মৎস্যজীবী গিয়েছিলেন আরবেশের জঙ্গলে। আচমকাই ৫ থেকে ৬ জনের জলদস্যুদের দল হামলা চালায় ওই নৌকোয়। দুই মৎস্যজীবীকেই বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদের কাছে থাকা মোবাইল, জাল ও যাবতীয় সবকিছু ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। আহত অবস্থায় খালি নৌকো নিয়ে কোনওক্রমে ঘরে ফেরেন মৎস্যজীবীরা। তারপরই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ও বনদপ্তর। এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে মৎস্যজীবীদের মধ্যে। 

    প্রসঙ্গত, পেটের তাগিদে সুন্দরবনের বিস্তীর্ণ অংশের বাসিন্দাদের কাঁকড়া ধরতে নিয়মিত গভীর জঙ্গলে যেতে হয়। বহু মৎস্যজীবী বাঘের কবলে পড়েন। মৃত্যুর ঘটনাও ঘটেছে বহু। তবু দৈনন্দিন জীবনে ছেদ পড়ে না। এবার পড়তে হল জলদস্যুদের কবলে। 

    ফাইল ছবি

     
  • Link to this news (আজকাল)