চুক্তিতে সই করলেই ভালবাসব! হারিয়ে যাওয়া প্রেম ফিরে পেতে অদ্ভুত সমঝোতা বাঙালি দম্পতির...
আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইন্স ডে। বিশ্বজুড়ে যুগল এবং দম্পতিরা ভালোবাসার দিবস উদযাপন করছেন। ফুল এবং চকোলেটের আদান-প্রদান থেকে শুরু করে বিভিন্ন রোমান্টিক কার্যকলাপের মাধ্যমে প্রেমিক-প্রেমিকারা তাঁদের ভালোবাসা প্রকাশ করছেন। এরই মাঝে এক বিবাহিত দম্পতির 'ভ্যালেন্টাইন্স ডে চুক্তি' ইন্টারনেটে ঝড় তুলেছে। ৫০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে স্বাক্ষরিত এই চুক্তিতে স্বামী-স্ত্রী দু'জনের জীবনে শান্তি ফিরিয়ে আনা এবং তাঁদের সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে বেশ কিছু নিয়মকানুন বর্ণনা করা হয়েছে।
পশ্চিমবঙ্গের এক দম্পতি দাম্পত্যকলহ মেটাতে যে পদ্ধতি অবলম্বন করেছেন তা সোশ্যাল মিডিয়ার অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। তাদের বিয়ের দুই বছর পর থেকেই আনায়া এবং তাঁর স্বামী শুভমের সংসারে ঘন ঘন ঝগড়া লেগেই থাকত। তাঁদের দাম্পত্য জীবন ও ভালোবাসা পুনরুজ্জীবিত করতে কিছু নির্দিষ্ট নিয়ম তৈরি করে একটি আনুষ্ঠানিক চুক্তি তৈরি করার সিদ্ধান্ত নেন। সেই চুক্তি থেকে জানা গিয়েছে শুভমের ট্রেডিং করার অভ্যাস রয়েছে। সেই কারণেই তাঁদের সংসারে ঝামেলা লেগেই থাকত।
রেডিট-এ শেয়ার করা সেই চুক্তিপত্রে দু'জনের জন্যই কিছু নিয়ম বলবৎ করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, রাতে খাওয়ার সময় শেয়ার বাজার নিয়ে কথা বলা যাবে না। শোওয়ার ঘরে কিংবা ঘনিষ্ঠ মুহূর্তে ক্যাপিটাল গেইন বা লস নিয়ে আলোচনা করা যাবে না। এছাড়াও আনায়া-কে 'মাই বিউটিকয়েন' বা 'মাই ক্রিপ্টোপাই' বলে ডাকতে পারবে না। এ ছাড়াও রাত ৯টার পর ট্রেডিং নিয়ে আলোচনা করতে পারবেন না শুভম।
আনায়া-র জন্যও কিছু নিয়ম লেখা রয়েছে চুক্তিতে। সেগুলি হল, শুভমের দুষ্টুমি নিয়ে শাশুড়ির কাছে নালিশ করা যাবে না। ঝগড়া করার সময় শুভমের প্রাক্তনের উল্লেখ করা যাবে না। এছাড়াও দামি প্রসাধনী সামগ্রী অর্ডার দেওয়া যাবে না বা গভীর রাতে খাবার অর্ডার করা যাবে না। কেউ এই নিয়ম ভঙ্গ করলে তাঁর জন্য শাস্তির নিদানও রয়েছে চুক্তিতে। কেউ চুক্তিভঙ্গ করলে তিন মাস ঘরের সমস্ত কাজ করতে হবে। এর মধ্যে রয়েছে ঘর পরিষ্কার, জামাকাপড় কাঁচা, বাজার করা এমনকি বাথরুম পরিষ্কারও করতে হবে।
চুক্তির ছবিটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ভাইরাল হয়ে যায়। ইন্টারনেট ব্যবহাকারীরা পোস্টটিতে নানা মন্তব্য করেছেন। বেশিরভাগ ব্যবহারকারী চুক্তিটিকে সুন্দর, কার্যকর এবং স্বাস্থ্যকর বলে অভিহিত করেছেন। আবার কেউ কেউ মজা করে বলেছেন যে লোকটি এখনও চুক্তিতে স্বাক্ষর করেননি।