• দাউদাউ করে আগুন জ্বলছে রেল লাইনের পাশে, থমকে গেল ট্রেন চলাচল
    আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অন্ডাল-সাঁইথিয়া শাখার দুবরাজপুর ও চিনপাই রেল স্টেশনের মধ্যবর্তী রেললাইনের ধারে হঠাৎ আগুন লাগার ঘটনায় বিঘ্ন ঘটল ট্রেন চলাচলে। শুক্রবার দুপুরে এই ঘটনায় সাময়িকভাবে থমকে যায় ট্রেন চলাচল। আগুনের তীব্রতা বাড়তে থাকায় মালদা-দিঘা এক্সপ্রেস ট্রেনকে প্রায় ১০-১২ মিনিটের জন্য দাঁড় করিয়ে রাখা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, রেললাইনের ধারে পড়ে থাকা শুকনো পাতা ও ঘাস এবং ঝোপঝাড়ে হঠাৎ আগুন লেগে যায়। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। যা ট্রেনের নিরাপত্তার পক্ষে অনুকূল নয়। খবর পেয়ে রেল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়।

    স্থানীয় রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অবশেষে রেলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মালদা-দিঘা এক্সপ্রেস ট্রেনকেও গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রের অনুমান, কারও ফেলে দেওয়া জ্বলন্ত বিড়ি বা সিগারেটের আগুনেও এই ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার পর রেল কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে রেলপথের ধারে শুকনো ঘাস ও ঝোপঝাড় পরিষ্কারের উদ্যোগ নেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করছেন বলে জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)