দ্রুত গতির গাড়ির ধাক্কায় ডুয়ার্সে মৃত্যু হল বাইসনের
আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দ্রুতগতির গাড়ির ধাক্কায় ডুয়ার্সে মৃত্যু হল একটি পূর্ণ বয়স্ক বাইসনের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার খুনিয়া মোড়ের কাছে চাপড়ামারি জঙ্গল সংলগ্ন জাতীয় সড়কে।
জানা গিয়েছে, এদিন সকালে একটি গাড়ি যখন জঙ্গল সংলগ্ন জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল তখন আচমকাই জঙ্গল থেকে একটি বাইসন বেরিয়ে আসায় গাড়ির সঙ্গে তার সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা বেশি থাকার জন্য ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইসনটির। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। আঘাত পান চালক। খবর পেয়ে ঘটনাস্থলে যান খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। তাঁদের কথায়, দীর্ঘদিন পর গাড়ির ধাক্কায় জঙ্গল এলাকায় কোনও বন্যপ্রাণীর মৃত্যু হল।
ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে চালসার পরিবেশপ্রেমী তানিয়া হক বলেন, গাড়ির গতি বেশি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। জঙ্গল এলাকায় বিশেষ করে যেখানে বন্যপ্রাণীদের যাতায়াতের পথ বা কড়িডোর রয়েছে সেখানে সকলকেই গাড়ি ধীরে গতিতে চালাতে হবে। এবিষয়ে বন দপ্তরেরও সচেতনতা তৈরির প্রয়োজন। উল্লেখ্য, এর আগে যেখানে জঙ্গল সংলগ্ন এলাকায় রেললাইন রয়েছে সেখানে ট্রেনের ধাক্কায় হাতি বা অন্য কোনও বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা একাধিকবার সামনে এসেছে। দুর্ঘটনা এড়ানোর জন্য রেল ও বন দপ্তরের তরফে একাধিকবার বৈঠক করা হয়েছে। রেলের তরফে ওই এলাকাগুলি দিয়ে ধীর গতিতে ট্রেন চালানো হয়।