• সরকারি হাসপাতালে অসুস্থ মেয়ের বমি সাফ করার চাপ বাবাকে, ভাইরাল ভিডিও ঘিরে নিন্দার ঝড়, দায়ের হল অভিযোগ
    আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে বমি করে ফেলল অসুস্থ এক নাবালিকা। জোর করে তার বাবাকে দিয়ে পরিষ্কার করানো হল সেই বমি। শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে সর্বত্র। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল.ইন। এবিষয়ে শুক্রবার একটি অভিযোগ দায়ের হয়েছে হাসপাতালের সুপারের কাছে। 

    জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পাঁচ বছরের কন্যা অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে হাসপাতালে আসেন সমীর শীল নামে এক ব্যক্তি‌। জরুরি বিভাগের চিকিৎসককে দেখানোর সময় হঠাৎই সমীরের কন্যা অসুস্থতার কারণে সেখানেই বমি করে ফেলে। অভিযোগ, সেই সময় কর্তব্যরত চক্ষু বিভাগের চিকিৎসক তন্ময় সরকার সমীরকে বলেন, মেয়ের বমি বাবাকেই পরিষ্কার করতে হবে। রীতিমতো জোর করে সমীরকে দিয়ে তাঁর মেয়ের বমি পরিষ্কার করানো হয় বলে অভিযোগ। গোটা ঘটনার ভিডিও তুলে রাখেন সমীরের এক আত্মীয়। 

    এই ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে সর্বত্র। সমীরের দাবি, তিনি হেনস্থার শিকার হয়েছেন। এতে করে তাঁর সম্মানহানি হয়েছে। শুক্রবার শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের সুপার ডাঃ তারক বর্মণের কাছে এবিষয়ে একটি অভিযোগ দায়ের করেন তিনি। সুপার বলেন, 'ঘটনা সত্যি হলে বিষয়টি খুবই নিন্দনীয়। আমরা তদন্ত করব এবং অভিযোগ সত্যি হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।' এবিষয়ে অভিযুক্ত চিকিৎসক তন্ময় সরকার বলেন, 'আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি নিজেই বমি সাফ করার আগ্রহ প্রকাশ করেন। আমি তাঁকে পরিষ্কার করার জন্য কোনও জোর‌ করিনি।'

    সূত্রের খবর, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা নিয়ে স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম অর্ডার দিয়েছেন এবিষয়ে অবিলম্বে রিপোর্ট জমা দিতে হবে। প্রকৃত অপরাধী কে তার তথ্য চাওয়া হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে তাকে শোকজ করা হবে।
  • Link to this news (আজকাল)