• প্রৌঢ়াকে ভয় দেখিয়ে লুঠ হাজার হাজার টাকা-গয়না, খাস কলকাতায় ভয় ধরানো ঘটনা
    আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাড়িতে ছিলেন প্রৌঢ়া, তাঁকে অস্ত্রের ভয় দেখিয়ে হাজার হাজার টাকা, সঙ্গে গয়না লুঠে নিল। ভয়াবহ এই লুঠের ঘটনা ঘটেছে খাস কলকাতায়। সেন্ট্রাল অ্যাভিনিউর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

    ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে বড়তলা থানায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, লুঠের ঘটনায় বাড়ির পরিচারক এবং কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

    ঠিক কী ঘটেছিল? পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেন্ট্রাল অ্যাভিনিউর ৩২৬/এ-এর দোতলার বাসিন্দা মধুমিতা মিত্র, বয়স ৬৮। তিনি দীর্ঘদিন ওই বাড়ির বাসিন্দা। অভিযোগ জানান, ১২ ফেব্রুয়ারি, বুধবার রাত সাড়ে এগারো কিংবা তার কিছু পরে তাঁর বাড়িতে আচমকা হানা দেয়। ভয় দেখিয়ে ওই মহিলার বাড়ি থেকে নগদ অন্তত ১৫ হাজার টাকা, সোনার গয়না হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। কে বা কারা এই ঘটনায় জড়িত? জানা যায়নি এখনও। পুলিশ তদন্ত চালাচ্ছে। 

    তবে খাস কলকাতার বুকে বাড়িতে ঢুকে লুঠের ঘটনা কীভাবে? প্রশ্ন উঠছে একগুচ্ছ। একইসঙ্গে  আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
  • Link to this news (আজকাল)