মাধ্যমিক পরীক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ, গ্রেপ্তার ৩
বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: চলছে মাধ্যমিক পরীক্ষা। এরইমধ্যে এক পরীক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধরের ঘটনা ঘিরে শোরগোল। বৃহস্পতিবার মধ্যরাতে ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটেছে। গুরুতর জখম অবস্থায় বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই মাধ্যমিক পরীক্ষার্থী।
জানা গিয়েছে, অসুস্থ ওই মাধ্যমিক পরীক্ষার্থীর নাম বিক্রম রায়। একাধিক ব্যক্তি মিলে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরেই ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। পুলিস দ্রুত তদন্তে নেমে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম দীপক রায়,মানব রায়,দুলাল রায়। কী কারণে মাধ্যমিক পরীক্ষার্থীর উপর এই হামলা করা হল, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিস।