• ‘হাতি মেরা সাথী’, ধূপঝোরায় গড়ে উঠছে এলিফ্যান্ট ট্যুরিজম হাব
    বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে হাতিপ্রেমী মানুষের জন্য দারুণ উদ্যোগ। এবার ধূপঝোরাকে কেন্দ্র করে এলিফ্যান্ট ট্যুরিজম হাব গড়ে তোলার কাজ শুরু করল বনদপ্তর। হাতিদের সম্পর্কে আরও বেশি করে জানতে এবং হাতির সঙ্গে মানুষের সখ্যতা গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গোরুমারা ওয়াইল্ডলাইফ ডিভিশনের ডিএফও দ্বিজপ্রতিম সেন।


    ধূপঝোরায় এলিফ্যান্ট ট্যুরিজম হাবে পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে পরিবেশবান্ধব কটেজ। জঙ্গলের মাঝে ওই কটেজে সৌর বিদ্যুতের ব্যবস্থাও করা হয়েছে। সেখানে থেকে পর্যটকরা চা বাগান জঙ্গল ও কাছেই মূর্তি নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়াও, ক্যাম্পাসের ভিতরেই রয়েছে পিলখানা। এখানে হাতিদের সারাদিনের কর্মকাণ্ড চাক্ষুষ করতে পারবেন পর্যটকেরা।


    পাশাপাশি, বিশেষ আকর্ষণ হিসেবে হাতির স্নান দেখার জন্য আলাদা জায়গা তৈরি করা হচ্ছে। থাকছে সেলফি পয়েন্টও। হাতিদের দিন ভরের কাজ ও তাদের সম্পর্কে পর্যটকদের নানা বিষয়ে জানাবেন পাতাওয়ালা ও মাহুতরাও।
  • Link to this news (বর্তমান)