• গাড়ির ধাক্কায় বাইসনের মৃত্যু, গুরুতর জখম চালক
    বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, নাগরাকাটা: ফের গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি বাইসনের। শুক্রবার সকালে নাগরাকাটার পানঝোরা জঙ্গলে ১৭ নং জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। যার জেরে আহত হয়েছেন ওই গাড়ির চালকও।


    দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে নাগরাকাটা থানার পুলিস। এছাড়াও আসেন খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে ও চালসা রেঞ্জের রেঞ্জার প্রকাশ থাপা।


    জানা গিয়েছে, এদিন সকালে জঙ্গল থেকে বেরিয়ে একটি বাইসন  রাস্তা পারাপার করছিল। সেই সময়ই দ্রুতগতিতে আসা একটি গাড়ির সঙ্গে বাইসনটির ধাক্কা লাগে। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইসনের। আহত হন গাড়ির চালকও। তাঁকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রেফার করে তাঁকে মালবাজারে পাঠানো হয়েছে।


    অন্যদিকে, সকাল দশটা নাগাদ মৃত বাইসনটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোরুমারায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)