• নাবালিকাকে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার প্রতিবেশী
    বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: মুখে অ্যাসিড ছোড়ার হুমকি দিয়ে ও ভয় দেখিয়ে দিনের পর দিন এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। বারুইপুর থানা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। আজ, শুক্রবারই তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।


    পুলিস সূত্রে খবর, প্রায়ই ওই ছাত্রীকে রাস্তাঘাটে উত্যক্ত করত অভিযুক্ত সূর্য দাস নামের যুবক।  তার উপর অ্যাসিড ছোড়া, বাবা-মাকে মেরে ফেলার হুমকিও দেয় ওই যুবক। নির্যাতিতার দাবি, ভয় দেখিয়ে জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে ও নানা অশ্লীল ছবি ও ভিডিও তুলে রাখে অভিযুক্ত। পরে ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে বলেও অভিযোগ। যদিও শেষ পর্যন্ত ছবি ভাইরাল করে দেয় অভিযুক্ত যুবক৷ সেই ছবি দেখতে পান নির্যাতিতা পরিবারের লোকেরাও। এরপরই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।


    গোটা ঘটনার কথা জানতে পেরে বৃহস্পতিবার রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
  • Link to this news (বর্তমান)